Studypress News

আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বেরিয়ে আসছে আফ্রিকান ইউনিয়ন

03 Feb 2016

আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি থেকে বেরিয়ে আসার একটি প্রস্তাব অনুমোদন করেছে আফ্রিকান ইউনিয়ন। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় ৫৪ দেশের জোট আফ্রিকান ইউনিয়নের ২৬তম সাধারণ অধিবেশনে এ প্রস্তাব অনুমোদন করা হয়। আইসিসি থেকে নিজেদেরকে প্রত্যাহারের প্রস্তাবটি তুলেছিল কেনিয়া।

আফ্রিকান ইউনিয়নের নেতারা দাবি করেছেন, আফ্রিকান নেতাদের অন্যায়ভাবে বিচারের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে আইসিসি। কিন্তু বিশ্বের অন্যান্য দেশের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে উপেক্ষা করে আইসিসি।

আফ্রিকান ইউনিয়নের আইসিসি ছাড়ার এই সিদ্ধান্ত মানতে মহাদেশটির কোন দেশকে বাধ্য করা হবে না। সম্পূর্ণ স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা তাদের দেয়া হয়েছে।

রোম ঘোষণার মাধ্যমে আইসিসি যাত্রা শুরু করেছিল এবং নেদারল্যান্ডসের হেগ শহরে সংস্থাটির প্রধান কার্যালয় অবস্থিত। বিশ্বের কোন স্থানে যুদ্ধাপরাধ বা গণহত্যার ঘটনা ঘটলে তার বিচার করে থাকে এই আদালত। এ পর্যন্ত আফ্রিকার আটটি দেশের নেতাদের বিরুদ্ধে বিচার অথবা তদন্ত করেছে আইসিসি। দেশগুলো হল - কেনিয়া, আইভরিকোস্ট, লিবিয়া, সুদান, কঙ্গো প্রজাতন্ত্র, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, উগান্ডা ও মালি। এসব বিচারের ঘটনায় আফ্রিকার দেশগুলোর নেতাদের মাঝে আদালতের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।

সমালোচকদের মতে, যুক্তরাষ্ট্র, ইউরোপসহ অনেক উন্নত রাষ্ট্র বিভিন্ন সময়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের মতো কর্মকাণ্ড ঘটালেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি আইসিসি।