Studypress News

বান্দরবানে ১০৯ সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি

14 Sep 2023

বান্দরবান জেলা পরিষদের প্রাথমিক শিক্ষা বিভাগের অধীন বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ১০৯ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর মধ্য রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষকের পদ ৬৮টি এবং প্রাক্‌-প্রাথমিক শ্রেণির জন্য রাজস্ব খাতভুক্ত সৃষ্ট সহকারী শিক্ষকের পদ ৪১টি।

আবেদনের যোগ্যতা

বিজ্ঞপ্তি অনুসারে, আবেদনের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং বান্দরবান পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা বান্দরবান জেলা পরিষদের ওয়েবসাইটে  প্রবেশ করে ‘অনলাইন চাকরি আবেদন’ অপশনে ক্লিক করে অথবা http://erecruitment.esheba-bhde.org/ মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা

১৪ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।

আবেদন ফি

আবেদনকারীকে ৭২ ঘণ্টার মধ্যে সার্ভিস চার্জসহ ২২৫ টাকা বিকাশ মার্চেন্ট নম্বরে (০১৩২৬৭৪৫৯৭৯) জমা দিতে হবে।

বেতন

সহকারী শিক্ষকদের বেতন হবে জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর গ্রেড ১৩ অনুযায়ী ১১,০০০-২৬,৫৯০ টাকা।