Studypress News

ন্যাম সম্মেলনে যোগ দিতে আজারবাইজান যাচ্ছেন প্রধানমন্ত্রী

24 Oct 2019

জোটনিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) শীর্ষ সম্মেলনে যোগ দিতে চার দিনের সরকারি সফরে আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আজারবাইজানের রাজধানী বাকুতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৫ ও ২৬ অক্টোবর বাকুতে ন্যামের অষ্টাদশ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী ওই সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

অন্যান্য সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্র প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ন্যাম সম্মেলনে যোগ দেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। আজ বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান বাকুর উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

জানা গেছে, ২১ ও ২২ অক্টোবর ন্যাম সদস্য ১২০টি দেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকের মধ্য দিয়ে শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এরপর আগামী ২৩ ও ২৪ অক্টোবর ন্যামের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। বাকুতে শীর্ষ সম্মেলনের মাধ্যমে আজারবাইজান আনুষ্ঠানিকভাবে পরবর্তী তিন বছরের জন্য ন্যামের সভাপতির দায়িত্ব গ্রহণ করবে।