Studypress News

সরকারি ব্যাংকে ছয় হাজারেরও বেশি পদে নিয়োগ

14 Jun 2017

# সোনালী ব্যাংক সিনিয়র অফিসার:

পদ: ৭০১টি

# সোনালী ব্যাংক অফিসার:

পদ: ৮২০টি

# সোনালী ব্যাংক অফিসার (ক্যাশ):

পদ: ৭৫৫

# জনতা ব্যাংক অফিসার:

পদ: ৪৬৪

# জনতা ব্যাংক অফিসার (আরসি)

পদ: ৩৯৫

#  রুপালী ব্যাংক সিনিয়র অফিসার

পদ: ৪২৩

# রুপালী ব্যাংক অফিসার

পদ: ৭৩৬

# বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার

পদ: ৭০৪

# বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার (ক্যাশ)

পদ: ২৪৯

# অগ্রণী ব্যাংক ক্যাশ

পদ: ২৭৬

# বিডিবিএল সিনিয়র অফিসার

পদ: ৮২

# হাউজ বিল্ডিং সিনিয়র অফিসার

পদ: ৫০

# হাউজ বিল্ডিং অফিসার

পদ: ৩৬

# প্রবাসী কল্যাণ ব্যাংক

পদ: ৬০

# বাংলাদেশ ব্যাংক অফিসার

পদ: ২৫০

ব্যাংকে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি ও প্রশ্নের ধরন

বর্তমানে চাকুরির বাজারে একটি ভালচাকুরির চাহিদা অনেক। আর তা  যদি ব্যাংকে চাকুরি হয় তাহলে ত কথাই নেই। ভাল বেতন ও উন্নত সুযোগ সুবিধার জন্য  আজকের  চাকুরির বাজারে ব্যাংকে চাকুরি  তাই সোনার হরিণ। কিন্তু দেখা যায়  প্রতিবছর লক্ষাধিক ছাত্র ছাত্রী তাদের উচ্চ শিক্ষা শেষ করে চাকুরি বাজারে পদার্পণ করলেও  অধিকাংশ পরীক্ষার্থীই প্রস্তুতি না নিয়ে অংশগ্রহন করে ।  কিন্তু প্রশ্নপত্র সম্পর্কে ভাল ধারণা না থাকার কারনে কাঙ্খিত সফলতা আর তাদের হাতে ধরা দেয় না। যার ফলে দেখা যায় দুই একটা পরীক্ষায়  সফলতা না পেলে শিক্ষার্থীরা ঘুরতে থাকে হতাশার ঘুরপাকে।  আগামী ২৪ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে জনতা ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার পদে নিয়োগ পরীক্ষা। একটু ভালমত আসন্ন বিষয়গুলো সম্পর্কে ধারনা রেখে প্রস্তুতি নিলে সফলতা আসবেই। সেই মহাযজ্ঞের প্রস্তুতির কিছু কথা নিয়েই আমাদের আজকের আয়োজন। 

ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে মোটাদাগে আবেদনকারীর প্রেজেন্টেশন স্কিল তথা আর্ট অব প্রেজেনটেশন গুরুত্ব দিয়ে দেখা হয়। তার বিষয়গত জ্ঞান কতটা গভীর তা যাচাই করা হয়ে থাকে। তার ফাংশনাল নলেজ খতিয়ে দেখা হয়। প্রার্থীর ফিটনেস-স্মার্টনেসের পাশাপাশি ব্যক্তিত্ব ও পারিবারিক পটভূমি বিবেচনায় আনা হয়। ভাইভাতে প্রার্থীর জড়তা ও প্রশ্নের উত্তর নিয়ে দ্বিধাদ্বন্দ্ব নেগেটিভ মার্কিং করা হয়। এজন্য তার বাচনভঙ্গিও স্মার্ট হওয়া জরুরি। আত্মবিশ্বাস থাকা চাই। এছাড়া প্রার্থীর কমিউনিকেশন স্কিল, ইংরেজি দক্ষতা, কম্পিউটারে পারদর্শিতা, সৃজনশীলতা, নেতৃত্ব গুণাগুণ, দায়িত্ববোধ, সততা, ন্যায়নিষ্ঠা সর্বোপরি সত্যিই তিনি কাজটির জন্য উপযুক্ত কিনা সে বিষয়গুলো যাচাই শেষেই চূড়ান্ত নিয়োগ দেয়া হয়।

ব্যাংকসহ অন্যান্য যে কোনো চাকরিতে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের সাবজেক্টটিভ নলেজ কতটা আছে তা গুরুত্ব দিয়ে দেখা হয়। তাই যে কোনো ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীকেই তার বিষয়গত জ্ঞানের গভীরতা অর্জন করতে হবে। প্রার্থীকে আন্তর্জাতিক অর্থনীতি ও দেশীয় অর্থনীতি নিয়ে প্রশ্ন করা হয়ে থাকে। তাই অর্থনৈতিক সূচক, অর্থনৈতিক সমীক্ষা সম্পর্কে জ্ঞান রাখতে হবে। প্রার্থীর কিছুটা হলেও ব্যাংকিং জ্ঞান থাকা চাই। এছাড়া সাধারণ জ্ঞান বিশেষ করে সাম্প্রতিক ও সমসাময়িক ঘটনা প্রবাহে চোখ-কান খোলা রাখতে হবে। আন্তর্জাতিক বিষয়গুলো থেকেও ভাইভাতে প্রশ্ন হয়ে থাকে। দেশের অর্থনৈতিক উন্নয়নে কী পদক্ষেপ নেয়া উচিত এ ধরনের প্রশ্নও করা হয়ে থাকে। এর মাধ্যমে অর্থনীতি সম্পর্কে তার ধারণা-ভাবনা বিচারে নেয়া হয়। নিয়োগ পেলে কীভাবে কাজ করবেন, কেন ব্যাংকে চাকরি করতে চান- এ ধরনের প্রশ্ন করা হয়ে থাকে। তাই ভাইভার আগে এসব বিষয়ে প্রার্থীকে যথাযথ প্রস্তুতি নিতে হবে।

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে  ১০০ নম্বরের এমসিকিউ বা বহু নির্বাচনী পরীক্ষা নেয়া হবে। এমসিকিউ পরীক্ষার সময় এক ঘণ্টা। 

 

বাংলা:

বাংলা বিভাগে নৈর্ব্যক্তিক (এমসিকিউ) পরীক্ষায় সাধারণত প্রশ্ন থাকে ব্যাকরণ ও সাহিত্য থেকে। ব্যাকরণ অংশে সাধারণত শব্দ, বাক্য, পদ, সন্ধি বিচ্ছেদ, প্রকৃতি-প্রত্যয়, বাগধারা, সমার্থক শব্দ, বানান শুদ্ধি, সমাস, কারক-বিভক্তি, প্রতিশব্দ, দেশী-বিদেশী শব্দ, এক কথায় প্রকাশ, অনুবাদ ইত্যাদি থেকে প্রশ্ন থাকবে। আর সাহিত্য অংশে ইতিহাস, বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ, বিখ্যাত কবি-সাহিত্যিকদের জন্মতারিখ, জীবন ও কর্ম, উপাধি, ছদ্মনাম, পুরস্কার, চরিত্র ও উক্তি থেকে প্রশ্ন আসতে পারে। এছাড়া থাকতে পারে অনুচ্ছেদ লিখন। অনুচ্ছেদ লিখনের বিষয় হতে পারে সাম্প্রতিক কোনো গুরুত্বপূর্ণ ঘটনা, ব্যাংকিং বা অর্থনীতি। নির্দিষ্ট পরিমাণ জায়গা দেয়া থাকে, এর মধ্যেই অনুচ্ছেদ লিখতে হবে। এমসিকিউ পরীক্ষার বাংলা অংশের পূর্ণ প্রস্তুতি নিতে আপনারা আমাদের স্টাডিপ্রেসের সহযোগীতা নিতে পারেন। সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে অধ্যায়ভিত্তিক ভাবে উত্তরসহ পাবেন এখানে। যা আপনার প্রস্তুতিকে ঝালিয়ে দিবে একবার।  

ইংরেজি:

Fill in the blanks, Synonym, antonym, phrases and idioms, Tense, Correct Spelling, Sentence Correction, Analogy থেকে প্রশ্ন আসে এমসিকিউ অংশে। একটি বিভাগ থেকে কয়েকটি করে প্রশ্ন থাকতে পারে। গ্রামাটিক্যাল অংশ গুলোতে যেন  ভুল না সে দিকে খেয়াল রাখতে হবে। । এছাড়াও ইংরেজি সাহিত্য অংশে বিখ্যাত সাহিত্যকর্ম, কবি-সাহিত্যিকদের জন্মতারিখ, জীবনী, গল্প, উপন্যাস ও নাটকের চরিত্র ও বিশেষ উক্তি সম্পর্কে ধারণা রাখতে হবে। আর এ সবগুলো বিষয় একসাথে পাবেন আমাদের  স্টাডিপ্রেসের ওয়েবসাইটে। 

গণিত :

বলা হয় যে,  যে অংক ভালো পারে, ব্যাংক চাকরি তার জন্য। নিয়োগ পরীক্ষায় সে অন্যের চেয়ে এগিয়ে থাকে। ব্যাংক পরীক্ষায় অঙ্ক ভাল পারতে হলে মাধ্যমিক পর্যায়ের বই আয়ত্তে থাকতে হবে। এমসিকিউ অংশে সহজে উত্তর করার জন্য শর্টকাট টেকনিক ব্যবহার করে নিয়মিত চর্চা করতে হবে। বিশেষ করে ঐকিক নিয়ম, শতকরা, পরিমাপ ও একক, সুদকষা, লাভক্ষতি ও পরিমিতি বিষয়ে। তাই আপনাকে এ-সংক্রান্ত সমস্যা সমাধানে দক্ষ হতে হবে। এছাড়া লসাগু-গসাগু, বর্গ, সরল, মাননির্ণয় ও জ্যামিতিক সূত্র ও সংজ্ঞা তো আছেই। দক্ষতা যাচাই করতে বিশ্লেষণমূলক প্রশ্নও থাকতে পারে। এইখানে আপনাকে ভালমত খেয়াল রাখতে হবে যেন গণিত অংশে পূর্ণ নাম্বার পান। যারা এই অংশে ভাল করবেন তারা অবশ্যই অনেকাংশে এগিয়ে যাবেন। গণিত অংশের প্রস্তুতির জন্য একবার ঘুরে আসতে পারেন আমাদের স্টাডিপ্রেসের ওয়েবসাইটে। আশা করি হতাশ হবেন না এবং প্রস্তুতিও হয়ে যাবে ষোলআনা। 

দৈনন্দিক বিজ্ঞান ও কম্পিউটার :

জনতা ব্যাংকের পরীক্ষায় দৈনন্দিন বিজ্ঞান ও কম্পিউটার বিষয়েও প্রশ্ন করা হয়। এ ক্ষেত্রে কম্পিউটারের মৌলিক বিষয়গুলো জানা থাকতে হবে। আর দৈনন্দিন বিজ্ঞানের প্রস্তুতির জন্য আমাদের সাইটের বিজ্ঞান ও কম্পিউটার অংশ টুকু দেখতে পারেন।পরীক্ষায় আসতে পারে এরকম হাজারো প্রশ্ন আপনার হাতের কাছে একসাথে পেয়ে যাবেন। 

সাধারণ জ্ঞাণ:

সাধারণত বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা, রাষ্ট্রব্যবস্থা, রাষ্ট্র ও সরকারপ্রধান, ভৌগোলিক অবস্থান, সম্পদ, বিভিন্ন দেশের মুদ্রা, মুদ্রা বিনিময়নীতি, অর্থনীতি, আর্থিক প্রতিষ্ঠানপ্রধান, ব্যাংকিং ব্যবস্থা, নামের পূর্ণরূপ থেকে প্রশ্ন থাকে। প্রশ্ন আসে সাম্প্রতিক বিষয়াবলি থেকেও।

নিচের বিষয়গুলো আয়ত্ত্ব করুন:

Economic Survey-2016
National Budget 2016-17
Economy of Bangladesh
Geography
Demographic Of Bangladesh
Liberation War of Bangladesh
Parliament
Constitution of Bangladesh
Tribes
Rivers Of Bangladesh
Resources Of Bangladesh
Organizations of Bangladesh
Famous Places in Bangladesh
Famous People of Bangladesh
Sculptures in Bangladesh
Agreements of Bangladesh
Awards in Bangladesh
National Sports
Bangladesh & International Affairs
National Days of Bangladesh
Miscellaneous
Banking & Financial Institutions
UN & other Organizations
International Politics
Countires
Capital City
Currency
Parliament
Wars & Conflicts
Rivers, Fountains, Seas
Continents and Oceans
Deserts,Mountains,Volcanoes
Historical Places
Famous People
Nobel & other Prizes
Sports
Abbreviations & Elaboration

কেন স্টাডিপ্রেসে প্রস্তুতি নিবেন:

# উপরের প্রতিটি অধ্যায়ের ব্যাখ্যা স্টাডিপ্রেসে এমনভাবে দেওয়া আছে যাতে করে আপনি খুব সহজেই নিজে নিজে বুঝতে পারেন। যদি কোন কিছু না বুঝতে পারেন তাহলে আমাদের বিশেষজ্ঞ শিক্ষকের সহায়তা নিতে পারবেন যে কোন সময়।

# উপরের অধ্যায়গুলোর মধ্যে কোনটি থেকে ব্যাংক নিয়োগ পরীক্ষায় এ পর্যন্ত কতটি প্রশ্ন এসেছে তার পরিংসংখ্যান রয়েছে। এতে করে আপনি সহজেই বুঝতে পারবেন কোন অধ্যায় গুরুত্বপূর্ণ। যেমন: সংখ্যা থেকে বিভিন্ন ব্যাংক নিয়োগ পরীক্ষায় বিগত বছরগুলোতে মোট ২৯৬টি প্রশ্ন এসেছে।

# প্রতিটি অংকের বিস্তারিত সমাধান।

# যে কোন অধ্যায় আপনার আয়ত্তে চলে আসলে নিজে নিজেই ঐ অধ্যায়ের ওপর মডেল টেস্ট দিতে পারবেন।

# মিসটেক লিস্ট থেকে বুঝে নিতে পারবেন আপনি কোন কোন অধ্যায়ে দুর্বল। সে অধ্যায়গুলোতে জোর দিতে হবে।

# বাংলাদেশ ব্যাংক, সোনালী, অগ্রণী, জনতা, কৃষি ব্যাংক, পূবালী ব্যাংকসহ বিগত বছর গুলোর ১২০টিরও অধিক ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান রয়েছে হিন্টস সহ। আপনি চাইলে যে কোন সময় পূর্বের যে কোন ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্নের ওপর টেস্ট দিতে পারেন।

# রয়েছে অসংখ্য মডেল টেস্ট।

∎StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

Or, স্টাডিপ্রেসে আপনার রেজিস্ট্রেশন করা আছে কিন্তু "পাসওয়ার্ড " ভুলে গেছেন। তাহলে আপনার "ই-মেইল" ও "মোবাইল নম্বর" studypress FB page -এ Message পাঠান। নতুন পাসওয়ার্ড দেওয়া হবে।

 

- আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(০১৯১৭-৭৭৭০২১)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

-আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। ০১৯১৭৭৭৭০২১/০১৭১৯৪৩৪৮৮৫ আমাদের বিকাশ নাম্বার।

bcs, bcs exam, bcs exam bangladesh, bcs exam results, bcs exam question, bcs exam quesitons, bcs exam time table 2017, bcs exam 2017, bcs exam papers, bcs exam preparation, bcs exam preparation books, bcs exam requirements, bcs exam fees, bcs exam results portal, bcs exam result 2017, bcs exam results release date, bcs exam bangladesh 2017, bcs exam bangladesh syllabus, bcs exam bangladesh preparation, bcs exam bangladesh sample quesitons, bcs exam bangladesh rules, bcs exam question and answer, bcs exam question and answer 2016, bcs exam question and answer 2015, bcs exam question and answer 2017, bank job bangladesh 2017, bank job bangladesh circular, bank job bd circular, bank job bd guide বিসিএস, বিসিএস প্রস্তুতি, বিসিএস সিলেবাস, বিসিএস প্রশ্ন, বিসিএস বই ডাউনলোড, বিসিএস লিখিত পরীক্ষার বই, বিসিএস কি, বিসিএস পরীক্ষা, বিসিএস পুলিশ ক্যাডার, বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস, বিসিএস শিক্ষা ক্যাডার, বিসিএস প্রস্তুতি বই ডাউনলোড, বিসিএস প্রস্তুতি ৩৮, বিসিএস প্রস্তুতি রুটিন, বিসিএস প্রস্তুতির বই, বিসিএস প্রস্তুতি প্রশ্ন, বিসিএস প্রস্তুতি pdf, বিসিএস সিলেবাস ৩৭তম, বিসিএস সিলেবাস ৩৮তম, বিসিএস সিলেবাস ৩৬তম, বিসিএস সিলেবাস ৩৫তম, বিসিএস সিলেবাস pdf, বিসিএস সিলেবাস ডাউনলোড, বিসিএসের সিলেবাস, বিসিএস এর সিলেবাস, ৩৮তম বিসিএস এর সিলেবাস, ৩৮ তম বিসিএস ৩৮ তম বিসিএস প্রস্তুতি, ৩৮ তম বিসিএস সিলেবাস, ৩৮ তম বিসিএস কবে হতে পারে, ৩৮ তম বিসিএস প্রিলি প্রস্তুতি, ৩৮ তম বিসিএস পরীক্ষা, ৩৮তম বিসিএস প্রিলি, ব্যাংক জব প্রস্তুতি বই, ব্যাংক জব প্রশ্ন, ব্যাংক জব সার্কুলার ২০১৭, ব্যাংক জব ২০১৭, ব্যাংক জবের প্রস্তুতি, ব্যাংক জব কোচিং, ব্যাংক জব সিলেবাস, ব্যাংক জব সলুশন, ব্যাংক জব ভাইভা, ব্যাংক জব নিয়োগ