Studypress News

যুক্তরাজ্য নির্বাচনে ৩ বাঙ্গালী

10 Jun 2017

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনঃ
---------------------------------------
ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত তিন কন্যার এমপি নির্বাচিত.....
-----------------------------------------------------
১।টিউলিপ রেজওয়ানা সিদ্দিক : 
-- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি । 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন
শেখ রেহানার মেয়ে ।
-- আসন >> হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন ।
-- প্রাপ্ত ভোট >> ৩৩ হাজার ৪৬৪ ভোট ।
-- দল >> লেবার পার্টি ।
====
২।••• রুশনারা আলী : 
-- আসন >> পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন 
অ্যান্ড বো ।
-- প্রাপ্ত ভোট >> ৪২ হাজার ৯৬৯ ভোট ।
-- দল >> লেবার পার্টি ।
-- বাড়ি >> সিলেটের বিশ্বনাথ উপজেলায় ।
-- ২০১০ সালের নির্বাচনে প্রথম বাংলাদেশি 
বংশোদ্ভূত প্রার্থী হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে এমপি নির্বাচিত ।
.
৩।রূপা হক : 
-- আসন >> ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন ।
-- প্রাপ্ত ভোট >> ৩৩ হাজার ৩৭ ভোট ।
-- দল >> লেবার পার্টি ।
-- বাড়ি >> আদি বাড়ি পাবনা ।
•••• যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বাংলাদেশি 
বংশোদ্ভূত মোট ১৪ জন প্রার্থী অংশগ্রহণ করে ।