Studypress News

পাকিস্তানে বিমান বিধ্বস্ত, ৪৮ আরোহীর সবাই নিহত

08 Dec 2016

৪৮ জন আরোহী নিয়ে পাকিস্তানের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় দেশটির রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে (৭-১২-২০১৬)। দেশটির বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে উড়োজাহাজটির আরোহীদের কেউ বেঁচে নেই। অ্যাবোটাবাদের ২০ কিলোমিটার দূরে হাভেলিয়ানে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। পর্যটন নগরী চিত্রল থেকে ইসলামাবাদের উদ্দেশ্য এটি রওয়ানা হয়েছিল। পিআইএ জানিয়েছে, নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার কয়েক মিনিট আগে বিমানের একটি ইঞ্জিন বিকল হয়ে পড়ার কথা জানিয়েছিলেন ফ্লাইটের ক্যাপ্টেন।

আপনি জানেন কি?

# ২০১০ সালে ভারী বৃষ্টির মধ্যে ইসলামাবাদের কাছে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৫২ আরোহীর সবাই মারা যান।

# এর দুই বছর পর দেশটির একটি বেসরকারি কোম্পানির বিমান বিধ্বস্ত হয়ে ১২৭ আরোহীর মৃত্যু হয়।

# ১৯৭৯ ও ১৯৯২ সালে সৌদি আরবের জেদ্দা এবং নেপালের কাঠমাণ্ডুতে পিআইএ’র দুটি বিমান বিধ্বস্ত হয়ে ১৫৬ ও ১৬৭ জনের মৃত্যু হয়।