Studypress News
তামিলনাড়ুর ‘আম্মা’ জয়ললিতা মারা গেছেন
06 Dec 2016
চলে গেলেন ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর ছয়বারের মুখ্যমন্ত্রী জয়ললিতা জয়রাম (৬৮)। তিন মাস চিকিৎসাধীন থাকার পর গতকাল সোমবার স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে তাঁর মৃত্যু হয় বলে ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে।
রাজ্যের গণ্ডির মধ্যে থেকেও কেন্দ্রীয় রাজনীতির কলকাঠি নাড়তে সক্ষম ছিলেন জয়ললিতা। মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর তাঁর দল অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুনেত্রা কাজাগামের (এআইএডিএমকে) নতুন নেতা নির্বাচিত করা হয়েছে পনিরসেলভামকে। সাবেক চলচ্চিত্র তারকা জয়ললিতা ভারতের অত্যন্ত জনপ্রিয় রাজনীতিকদের একজন। তামিলনাড়ুতে তিনি প্রায় দেবতুল্য মর্যাদা পেতেন। তাঁর মৃত্যুতে রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিনের ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।