Studypress News

প্রাক-প্রাথমিক 'সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৬' (মুক্তিযোদ্ধা কোটা): ইংরেজি এবং গণিত অংশের সমাধান

30 Oct 2016

  1. “He taught me to read Arabic” – passive form

Ans: I was taught by him to read Arabic

  1. Which one is a common noun?

Ans: Salt

  1. She asked me, “Are you happy in your new job?”

Ans: She asked me if I was happy in my new job

  1. He writes a letter. In this sentence, ‘write’ is a -

Ans: Transitive verb

  1. He is European.

Ans: a

  1. A rolling stone gathers no moss. Here ‘rolling’ is?

Ans: Adjective

  1. I know that he did the work – voice change?

Ans: It is known to me that the work was done by him.

  1. She said, ‘let me come in’. which of the following is correct indirect form-

Ans: She requested that she may be allowed to come in

  1. Choose the correct option. The government has extended a warm welcome ______________ the visiting delegation.

Ans: To

  1. Select the correct ones: our teacher told the monitor to hand out scripts _______ the class.

Ans: Among

  1. The _____ of the camel was found lying by the side of the canal.

Ans: carcass

  1. Choose the word correctly spelt.

Ans: sovereignty

  1. লোভে পাপ, পাপে মৃত্যু – ইংরেজি?

Ans: Greed leads to sin and to death

  1. Find the correct sentence:

Ans: over a billion people use Microsoft Windows Operating Systems

  1. The plural form of ‘Nucleus’ is-

Ans: nuclei

  1. In order to access the world wide web you need –

Ans: an internet connection, an internet service provider and browser

  1. Contaminate means –

Ans: pollute

  1. Choose the right verb: Rabindranath’s stories often _____ surprise ending.

Ans: have

  1. Identify the correct sentence:

Ans: he is working hard to stand first.

২০. একটি সংখ্যা ৬৫০ হতে যত বোরো, ৮২০ হতে ৩৩ ছোট।  সংখ্যাটি কত?

উত্তর : ৭৮০ (অনিশ্চিত)

২১. কোনটি সঠিক উত্তর?

উত্তর: sin1o = sin179o

২২. তিন ভাইয়ের বয়সের গড় ১৬ বছর। পিতাসহ ৩ ভাইয়ের বয়সের গড় ২৫ বছর হলে, পিতার বয়স কত?

উত্তর: ৫২

২৩. xyz = ২৪০ হলে, y এর মান  কোনটি হতে পারে না?

উত্তর: ০

২৪. ১২৫ এর ১২৫% কত?

উত্তর: ১৫৬.২৫

২৫. (equation ) = ২ হলে x এর মান কত?

উত্তর: ২

২৬. একটি বাড়ির উচ্চতা ৪০ ফুট। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেওয়াল থেকে ৯ ফুট দূরে রাখা হয়েছে।  উপরে মৈত্রী বাড়ির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা?

উত্তর: ৪১

২৭. (x +৩)(x - ৩) কে (x - ৬) দিয়ে ভাগ করলে ভাগশেষ কত?

উত্তর: - ৩ (অনিশ্চিত)

২৮. ১ + ২ + ৩+ ৪+ .......................................... + ৯৯ = কত?

উত্তর: ৪৯৫০

২৯. কোনটি ক্ষুদ্রতম সংখ্যা ?

উত্তর:  ৫/২৭

৩০. x  + ১/x  = √২ হলে, x + ১/x = ?

উত্তর: ০

৩১. ৬ জন স্ত্রীলোক অথবা ৪ জন বালক একটি কাজ ১২ দিনে শেষ করতে পারে। ৩ জন স্ত্রীলোক ও ১২ জন বালক ওই কাজটি কত দিনে করতে পারবে?

উত্তর: ৬ দিন

৩২. ৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাঁশ কে ৩:৭:১০ ভাগ টুকরোগুলোর সাইজ কত?

উত্তর: ৯ মিটার : ২১ মিটার : ৩০ মিটার

৩৩. ০.৯৬২৩ - ৩১ = কত?

উত্তর: - ৩০.০৩৭৭

৩৪. x  - ১/x  = ১ হলে, x - ১/x = ?

উত্তর: ২

৩৫. ৯৯৯৯৯ এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৩, ৪, ৫, ৬ দ্বারা নি:শেষে বিভাজ্য হবে?

উত্তর: ২১

৩৬. ১০ টি সংখ্যার যোগফল ৪০০। তাদের প্রথম ৬ টির গড় ৪০ এবং শেষ ৬ টির  গড় ৩০।  ষষ্ঠ সংখ্যাটি কত?

উত্তর: ২০

৩৭. একটি গাড়ি ৩৬০০০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলো।  কত টাকায়  বিক্রয় করলে ১৬% লাভ হতো?

উত্তর: ৫২২০০

৩৮. শতকরা  ৫ টাকা হার সুদে ১২০ টাকা ৩ বছরে সুদে-আসলে কত হয়?

উত্তর: ১৩৮

 

..............................................................................................................

শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে বিসিএস প্রিলি কোর্সের ফি সংশোধন: নতুন ফি ৫০০ টাকা

  • ভর্তির শেষ তারিখ: ১৫ জানুয়ারি
  • কোর্স শুরু: ২০ জানুয়ারি (প্রথম ব্যাচ)
  • কোর্সের মেয়াদ: ৪ মাস (১২০ দিন)
  • ভর্তি ফি: ৫০০ টাকা

স্টাডিপ্রেসের শিক্ষার্থীদের অসংখ্য অনুরোধে ৩৮তম বিসিএস প্রিলি কোর্সের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের একেবারে নাগালের মধ্যে রেখেই নতুন ফি নির্ধারণ করা হয়েছে। চার মাসের কোর্সটিতে অংশ নিতে পারবেন মাত্র ৫০০ টাকায়।   

কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।

৩৮তম বিসিএস প্রিলি কোর্স:

১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।

২। নিয়মিত মডেল টেস্ট।

৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।

৪। মিসটেক ও রিভিউ লিস্ট।

৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।

৬। ২৪/৭ সাপোর্ট।

৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।

৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।

৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।

১০। প্রতিদিন বাংলা থেকে (সম্পাদকীয়) ইংরেজি অনুবাদ।

****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।

StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
 

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
 

-- তারপর, (Register/ Sign up Now)-এ Click করুন।
 

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
 

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(০১৯১৭-৭৭৭০২১)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। ০১৯১৭৭৭৭০২১ আমাদের বিকাশ নাম্বার।