Studypress News

জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন কেমন হবে

28 Oct 2016

সম্প্রতি জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংকের নিয়োগের উদ্দেশ্যে প্রার্থীদের MCQ Test ও লিখিত পরীক্ষা গ্রহণকারী প্রতিষ্ঠান নির্বাচনের জন্য ই-টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দ্রুতই এই দুটি ব্যাংকের নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা হতে পারে। কাজেই এখন থেকেই প্রস্তুতি শুরু করে দেয়া উচিত।

আজ আলোচনা করব MCQ Test অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন নিয়ে।

MCQ Test হবে ১০০ নম্বরে।

সাধারণত প্রশ্ন আসে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ে।

১. বাংলা

বহু নির্বাচনী পরীক্ষায় প্রশ্ন আসে বাংলা ব্যাকরণ ও সাহিত্য থেকে।

ব্যাকরণ অংশে বাগধারা, এককথায় প্রকাশ, শুদ্ধ-অশুদ্ধ, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, সন্ধিবিচ্ছেদ, সমাস, পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন করা হয়।

সাহিত্য থেকে কবি-সাহিত্যিকদের জীবনী বা বিভিন্ন কবিতার পঙক্তি আসতে পারে।

২. ইংরেজি

এমসিকিউ অংশে Fill in the blanks, Synonym, antonym, phrases and idioms, Tense, Correct Spelling, Sentence Correction, Analogy থেকে প্রশ্ন আসে।একই বিভাগ থেকে কয়েকটি করে প্রশ্ন থাকতে পারে।

৩. গণিত

মাধ্যমিক পর্যায়ের গণিত বই আয়ত্তে থাকতে হবে। এমসিকিউ অংশে সহজে উত্তর করার জন্য শর্টকাট টেকনিক ব্যবহার করে নিয়মিত চর্চা করতে হবে।

৪. সাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞানে সাম্প্রতিক বিষয়াবলি থেকে বেশি প্রশ্ন করা হয়।

৫. তথ্যপ্রযুক্তি:

তথ্যপ্রযুক্তির জন্য কম্পিউটার সম্পর্কে মৌলিক ধারণা, হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদি সম্পর্কে জানা থাকতে হবে।

∎কিছু পরামর্শ -

১। প্রথমে, যে ব্যাংকে আবেদন করেছেন সেই ব্যাংকের বিগত সালের প্রতিটা প্রশ্ন মনোযোগ সহকারে সমাধান করা। তাহলে, আপনি বুঝতে পারবেন কি কি প্রশ্ন আসে এবং প্রশ্ন কোথায় থেকে আসে।

২। প্রতিটি বিষয় যেমন: বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান(বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী), কম্পিটার, দৈনন্দিন বিজ্ঞান ও মানসিক দক্ষতা আলাদা আলাদা ভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ে নিন।

৩। অন্য প্রতিযোগীর চেয়ে আপনাকে আলাদা করে গড়ে তুলতে হলে ইংরেজি ও গণিতের উপর বেশি করে জোর দিন।

৪। ক্যালকুলেটর ছাড়া অংক করতে শিখুন।

৫। বর্তমান সময়ে ঘটে যাওয়া সকল খবর সংক্ষেপে নিজের সংগ্রহে রাখতে হবে।

৬। পর্যাপ্ত মডেল টেস্ট দিয়ে আপনার প্রস্তুতির অবস্থা পরখ করে নিন।

∎ব্যাংকার হওয়ার সকল উপকরণ পাচ্ছেন স্টাডিপ্রেসে (www.studypress.org)

∎Sonali, Janata, Agrani, Rupali & Krishi Bank -সহ (সকল সরকারি ও বেসরকারি ব্যাংকের) বিগত সকল পরীক্ষার প্রশ্নের নির্ভুল সমাধান।

∎নিচের Subject -সমূহ পড়তে পারবেন ও পরীক্ষা দিতে পারবেন-

--Aptitude

--English

--Mathematics

--Bangla

--General Knowledge(Bangladesh & International)

--Computer Knowledge

--Daily Science

--Banking

∎Current World-এ : সমসাময়িক খবর পড়তে পারবেন একঝলকে।

##########################################################

 

..............................................................................................................

শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে বিসিএস প্রিলি কোর্সের ফি সংশোধন: নতুন ফি ৫০০ টাকা

  • ভর্তির শেষ তারিখ: ১৫ জানুয়ারি
  • কোর্স শুরু: ২০ জানুয়ারি (প্রথম ব্যাচ)
  • কোর্সের মেয়াদ: ৪ মাস (১২০ দিন)
  • ভর্তি ফি: ৫০০ টাকা

স্টাডিপ্রেসের শিক্ষার্থীদের অসংখ্য অনুরোধে ৩৮তম বিসিএস প্রিলি কোর্সের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের একেবারে নাগালের মধ্যে রেখেই নতুন ফি নির্ধারণ করা হয়েছে। চার মাসের কোর্সটিতে অংশ নিতে পারবেন মাত্র ৫০০ টাকায়।   

কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।

৩৮তম বিসিএস প্রিলি কোর্স:

১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।

২। নিয়মিত মডেল টেস্ট।

৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।

৪। মিসটেক ও রিভিউ লিস্ট।

৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।

৬। ২৪/৭ সাপোর্ট।

৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।

৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।

৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।

১০। প্রতিদিন বাংলা থেকে (সম্পাদকীয়) ইংরেজি অনুবাদ।

****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।

StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
 

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
 

-- তারপর, (Register/ Sign up Now)-এ Click করুন।
 

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
 

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(০১৯১৭-৭৭৭০২১)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। ০১৯১৭৭৭৭০২১ আমাদের বিকাশ নাম্বার।