Studypress News

Economy of Bangladesh

10 Jul 2016

মাথাপিছু আয়ের দিক থেকে বাংলাদেশ নিম্ন-মধ্যম আয়ের দেশ:
*১ জুলাই, ২০১৫ সালে বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন-মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে।

*বাংলাদেশের মাথাপিছু আয় ১৩১৬ ডলার। এটি বেড়ে ১,৪৬৬ ডলার দাঁড়াবে বলে ধারণা করছে সরকার।

*মোট ব্যাংকঃ ৬৪টি (সর্বশেষ: সীমান্ত ব্যাংক লি:)

* মোট তফসিলি ব্যাংক: ৫৭টি (সর্বশেষ তফসিলি ব্যাংক: সীমান্ত ব্যাংক লি:)

*মোট রাষ্ট্রয়ত্ত বাণিজ্যিক ব্যাংকঃ ৬টি (সর্বশেষ ২টিঃ বেসিক ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংক)

*মোট ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিস্থানঃ ৩৩টি।

*বাংলাদেশ VAT-এর হার ১৫%। কর ২ প্রকার : ক) প্রত্যক্ষ কর ও খ) পরোক্ষ কর।

*বাংলাদেশে এ পর্যন্ত ঘোষিত  বাজেট ৪৬টি। (২০১৬ সাল)

*বাংলাদেশে অর্থবছর ধরা হয় ১লা জুলাই থেকে ৩০ জুন।

*বাংলাদেশে প্রথম বাজেট পাশ হয় ৩০ জুন ১৯৭২ সালে।

*সবচেয়ে বেশি বাজেট পাশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ; প্রথম অর্থমন্ত্রী যিনি ২০০৯-১০ অর্থবছর থেকে ২০১৬-১৭ অর্থবছর পর্যন্ত একনাগারে আটটি বাজেট পেশ করছেন।

*রাষ্ট্রপতি হিসেবে বাজেট পেশ করেছেন ১ জন (রাষ্ট্রপতি জিয়াউর রহমান)।

*আয়-ব্যয়ের প্রকৃতি অনুযায়ী বাজেট দুই প্রকার : ক) উদবৃত্ত বাজেট ও খ) ঘাটতি বাজেট।

*বাংলাদেশের বাজেট -ঘাটতি বাজেট।

*মূল্য সংযোজন কর আইন জাতীয় সংসদে পাশ হয় ১৯৯১ সালে।

এক নজরে জাতীয় বাজেট ২০১৬-১৭:

# ২ জুন সংসদে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

# এটি দেশের ৪৬তম ও আওয়ামী লীগ সরকারের ১৭তম ও অর্থমন্ত্রী মুহিতের দশম বাজেট।

# এবারের বাজেটের দর্শন: প্রবৃদ্ধি, উন্নয়ন, সমতাভিত্তিক সমাজ বিনির্মাণের অগ্রযাত্রা।

# আকার: মোট বাজেটের পরিমান ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা।

# মোট বাজেটের ৭১ দশমিক ৩ শতাংশ অর্থই আসবে জনগণের কাছ থেকে। বাকিটা ঋণ। বৈদেশিক ঋণ থেকে আসবে ৯%,বৈদেশিক অনুদান থেকে ১.৬%, অভ্যন্তরীণ অর্থয়ন ১৮.১%, কর ব্যতীত প্রাপ্তি ৯.৫%, এনবিআর বহির্ভূত কর ২.১%, এনবিআর নিয়ন্ত্রিত কর ৫৯.৭%।

# রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা:  ২ লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকা।

# রাজস্ব বোর্ড আদায় করবে: ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা।

# ঘাটতি: ৯৭ হাজার ৮৫৩ কোটি টাকা। এ ঘাটতি মোট জিডিপি'র ৫.০ শতাংশ।
# প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা: ৭.২%।

#  ঘাটতি অর্থায়নে বৈদেশিক উৎস হতে ৩৬ হাজার ৩০৫ কোটি টাকা (জিডিপি'র ১.৯ শতাংশ) এবং অভ্যন্তরীণ উৎস হতে ৬১ হাজার ৫৪৮ কোটি টাকা (জিডিপি'র ৩.১ শতাংশ)।

# এডিপি - ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা।
# উন্নয়ন ব্যয় - ১ লাখ ১৭ হাজার ২৭ কোটি টাকা। উন্নয়ন কর্মসূচিতে ব্যয় হবে ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা।
# অনুন্নয়ন ব্যয় - ২ লাখ ১৫ হাজার ৭৪৪ কোটি টাকা।

# সর্বোচ্চ বরাদ্দ: শিক্ষা ও প্রযুক্তি খাতে। মোট বাজেটের ১৫ দশমিক ৫৩ শতাংশ বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। এই খাতে ব্যয় বরাদ্দ রাখা হয়েছে ৫২ হাজার ৯১৪ কোটি টাকা।

# ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়সীমা আগের  অপরিবর্তিত রয়েছে। সাধারণ করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা ২ লক্ষ ৫০ হাজার টাকা।  নারী ও ৬৫ বছর বয়সী বৃদ্ধদের জন্য করমুক্ত আয়সীমা ৩ লক্ষ টাকা।
# দাম বাড়বে: হাতে তৈরি বিড়ি, সিগারেট, তামাকজাত পণ্য, ওয়াশিং মেশিন, এসি, বাস ও লরির টায়ার, সুগন্ধি, বায়োমেট্রিক স্ক্যানার, ইউপিএস, আইপিএস, ট্রান্সফরমার, পাথর, রড,
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের আমদানি করা বই, কাগজ ও কাগজজাত পণ্য, হোটেল নির্মাণ যন্ত্রাংশ, সিম-রিম, আমদানি করা চাল, অপটিক্যাল ফাইবার ও মশা মারার ব্যাটসহ প্রভৃতি পণ্যের দাম বাড়ছে।

# দাম কমবেঃ দেশি মোটরসাইকেল তৈরির যন্ত্রাংশ, অগ্নিনির্বাপক যন্ত্রাংশ, স্ট্যাবিলাইজার, এলপিজি সিলিন্ডার, ওষুধশিল্পের কাঁচামাল, ভিডিও কনফারেন্স ডিভাইস, স্মার্ট কার্ডের
যন্ত্রাংশ, সাইবার সিকিউরিটির যন্ত্রাংশ, বায়োগ্যাস ডাইজেস্টার, ফায়ার বোর্ড, কফি মেট, পেট্রোলিয়াম জেলি ও এলইডি ল্যাম্পের যন্ত্রাংশসহ প্রভৃতি পণ্যর দাম কমছে।

# মেগা প্রকল্প:

১) পদ্মা সেতু:  ৬ হাজার ৬২ কোটি টাকা।

২) মেট্রোরেল:  ২ হাজার ২ শত ২৭ কোটি টাকা।

৩) রামপাল:   ২ হাজার ৪ শত ৮০ কোটি টাকা।

Bangladesh Export

#অর্থনৈতিক সমীক্ষা-২০১৫
১.মোট জনসংখ্যাঃ ১৫ কোটি ৭৯ লাখ
২.জনসংখ্যা বৃদ্ধির হারঃ ১.৩৬%
৩.পুরুষ-নারী অনুপাতঃ ১০৪.৯:১০০
৫.জনসংখ্যার ঘনত্বঃ ১০৩৫ জন ( প্রতি বর্গমিটারে )
৬.প্রত্যাশিত গড় আয়ুষ্কালঃ ৭০. ৭বছর; পুরুষ - ৬৯.৯ বছর  নারী -৭১.৫বছর
৭.সাক্ষরতার হার(৭বছর+): ৬২.৩%
৮.কৃষিতে খাতে নিয়োজিত শ্রমিক: ৪৫.১%
৯.দারিদ্র্যের উর্ধ্বসীমা(%) জাতীয়: ৩১.৫%,
১০.দারিদ্র্যের নিম্নসীমা(%) ১৭.৬%
১১.চলতি মূল্যে মাথাপিছু আয় :১৩১৪ মার্কিন ডলার
১২.জাতীয় সঞ্চয়: ২৯.০১%
১৩.রপ্তানি আয়: ২২, ৯০৫ মিলিয়ন মার্কিন ডলার
১৪.বৈদেশিক মুদ্রার মজুদ> ২৯ বিলিয়ন মার্কিন ডলার। (২৫ এপ্রিল, ২০১৬)
১৫.মূল্যস্ফীতি: ৬.৪৬%

#বাংলাদেশের মুদ্রাঃ
*বাংলাদেশে দুই ধরনের মুদ্রাব্যবস্থা প্রচলিত আছে ধাতব মুদ্রা ও কাগুজে নোট। 
*১৯৮৮ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের একমাত্র সরকারি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লিমিটেডের (SPCBL) অধিনে (শিমুলতলী, গাজীপুর) কাগুজে নোট গুলো মুদ্রিত হয়। 
*নারায়ণগঞ্জে অবস্থিত জাপান-বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড পেপারস লিমিটেড, বাংলাদেশের প্রথম বেসরকারি সিকিউরিটি প্রিন্টিং প্রতিষ্ঠান। ১ টাকা এবং ১০০ টাকার নোট এ দেশে প্রথম মুদ্রিত নোট।
*বর্তমানে নয়টি(৯) কাগুজে নোট এবং তিনটি(৩) ধাতব মুদ্রা চালু আছে।
*বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সরকার (অর্থ সচিবের স্বাক্ষরযুক্ত)
*বাংলাদেশ ব্যাংকের প্রচলিত নোট ৬টি(১০,২০,৫০,১০০,৫০০,১০০০) এবং সরকারি নোট ৩টি (১,২ ও ৫ টাকার নোট)

#বাংলাদেশে অর্থনৈতিক ব্যবস্থা হলো-মিশ্র
*মিশ্র অর্থনোতিক ব্যবস্থা হল -সম্পত্তির ব্যক্তিগত ও রাষ্ট্রীয় মালিকানা
*‘বেইল আউট’ শব্দটি-অর্থনীতির সাথে জড়িত
*বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি  চালু হয় ১৯৯১ সালে
*বাংলাদেশের গৃহীত (সপ্তম) পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল-(২০১৬-২০২০)
*বাংলাদেশে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়-(১৯৭৩-১৯৭৮)
*জিডিপি এর পূর্ণরূপ হল-(The acronym GDP stands for -) Gross Domestic Product
*প্রতি আর্থিক বছরে কোনো দেশের অভ্যন্তরে উৎপাদিত মোট চূড়ান্ত দ্রব্য ও সেবার বাজার মূল্য হলো -মোট দেশজ উৎপাদন
*এক অর্থবছরে একটি দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য ও সেবার আর্থিক মূল্যের পরিমান -(The market value of goods and services produced within a country in a fiscal year is -)GDP
*Gross national product (GDP) measures :The final output of goods and services produced in an economy
*প্রবাসীদের আয়কে হিসাবে ধরা হয়-(Income of expatriates is included in calculation of -) NNP
*NNP এর পুরো নাম-Net National Product
*সাধারণত বৃহত্তম-GNP, GDP, বা NNP (usually bigger GNP, GDP, or NNP ) GNP
*মাথাপিছু আয় বের করার জন্য মোট জাতীয় উৎপাদনকে ভাগ করা হয় -মোট জনসংখ্যা দিয়ে
*মাথাপিছু গড় আয় পরিমাপের সূত্রঃ y=Y/P (Y=আয়; P=জনসংখ্যা)
*বাংলাদেশের উন্নয়ন অবস্থা পরিমাপের সর্বোৎকৃষ্ট পন্থা-(Development status of Bangladesh can be best measured in terms of -) শক্তির ব্যবহার (Consumption of power)

#বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা-
*বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম- বাংলাদেশ ব্যাংক (চালুঃ ১৬ ডিসেম্বর, ১৯৭১)
*প্রতিষ্ঠা লাভ করে “বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ, ১৯৭২” এর মাধ্যমে।
*বাংলাদেশ ব্যাংকের পূর্ব নাম ছিল-স্টেট ব্যাংক অফ পাকিস্তান
*বর্তমান গভর্নরঃ ফজলে কবির (১১তম)
*বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নরঃ -আ.ন.ম. হামিদুল্লাহ।
*বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক (৬টি) ব্যাংকগুলোর নাম সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংক।
*বিশ্বব্যাংকের ঢাকাস্থ কার্যালয়ের বর্তমান নাম: 'ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশ ফিল্ড অফিস'।
*বাণিজ্যিক ব্যাংকগুলো নিয়ন্ত্রিত হয়-Bank Companies Act 1991
*CAMEL rating is a system that -Assigns a numerical rating to banks
>বাংলাদেশে গ্রামীণ ব্যাংক চালু হয়-১ অক্টোবর ১৯৮৩
>বাংলাদেশের কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয় ১৯৭৫ খ্রিস্টাব্দে
>বাংলাদেশ ব্যাংকের স্থপতি শফিউল কাদের।
>দেশে নোট প্রচলন করে বাংলাদেশ ব্যাংক।
>বাংলাদেশ শিল্প ব্যাংক প্রতিষ্ঠিত হয় ১৯৭২ খ্রিস্টাব্দে।
>বেকার যুবক সমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য সরকার চালু করেছেন কর্মসংস্থান ব্যাংক।
>বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন রাষ্ট্রায়ত্ত ব্যাংক-বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (প্রতিষ্ঠাঃ ২০০৯)। বাংলাদেশ শিল্প ব্যাংক ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থাকে একীভূত করে এই (BDBL) ব্যাংকটি প্রতিষ্ঠা করা হয়।
>দ্যা ওরিয়্যান্টাল ব্যাংকের পূর্ব নাম আল-বারাকা ইসলামী ব্যাংক লিমিটেড।
>পূবালী ব্যাংকের পূর্ব নাম দি ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।
>বাংলাদেশের বিশেষায়িত ব্যাংকগুলোর নাম বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ শিল্প ব্যাংক, শিল্প ঋণ সংস্থা, হাউজ বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক লিমিটেড।
>সোনালী ব্যাংকের পূর্ব নাম  ইউনাইটেড ব্যাংক লিমিটেড।
>রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা সোনালী ব্যাংকের প্রথম মহিলা উপব্যবস্থাপনা পরিচালক আনিসা হামেদ (প্রথম মহিলা এই পদে)।
>ঢাকা স্টক এঙ্চেঞ্জ অন লাইন ট্রেডিং সিস্টেম চালু হয় কবে ১০ আগস্ট, ১৯৯৮ খ্রিস্টাব্দে।
>ক্লিয়ারিং ও সেটেলমেন্ট পদ্ধতিকে প্রচলিত ভাষায়  বলে নোটিং পদ্ধতি।
>প্রথম সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে ১০ টাকার নোট মুদ্রণ শুরু হয়  ১৯৮৯ খ্রিস্টাব্দে।
>বাংলাদেশে প্রচলিত সর্বোচ্চমানের ব্যাংক নোটটি ১০০০ টাকার।
>বাংলাদেশে প্রচলিত নোটগুলোর মধ্যে  বাংলাদেশ ব্যাংক-এর নোট নয় ১, ২ ও ৩ টাকার নোট।
>বাংলাদেশে ১ টাকার ধাতব মুদ্রা চালু হয়  ৯ মে, ১৯৯৩ খ্রিস্টাব্দ।
>বাংলাদেশে  বাণিজ্যিক ব্যাংকগুলোকে জাতীয়করণ করা হয় ১৯৭২ খ্রিস্টাব্দে।
>বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক।
>বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যাংকগুলোকে বিরাষ্ট্রীয়করণ আরম্ভ করা হয় ১৯৮৩ খ্রিস্টাব্দ থেকে।
>সর্বপ্রথম দেশী-বিদেশী যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত বেসরকারী ব্যাংক আরব-বাংলাদেশ ব্যাংক লিমিটেড।
>সর্বপ্রথম বিরাষ্ট্রীয়করণকৃত ব্যাংক উত্তরা ব্যাংক লিমিটেড।
>বাংলাদেশে প্রথম টেলিফোন ব্যাংকিং চালু করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
>বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস ১০টি। এগুলো ঢাকার সদরঘাট, খুলনা, রাজশাহী, বগুড়া, রংপুর, চট্টগাম, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ অবস্থিত।
>নিকাশ ঘর' হিসেবে  দায়িত্ব পালন করে থাকে বাংলাদেশ ব্যাংক।
>কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় ২৬ এপ্রিল ১৯৯৮ খ্রিস্টাব্দে।
>বাংলাদেশের  দীর্ঘদিন মালদ্বীপে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করে আই এফ আই সি ব্যাংক।
>সোনালী ব্যাংক গঠিত হয়  দি ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, দি প্রিমিয়াম ব্যাংক লি., দি ব্যাংক অব ভাওয়ালপুর লি. এর সমন্বয়ে বাংলাদেশের বিদেশে সবচেয়ে বেশি শাখা রয়েছে সোনালী ব্যাংক
>একটি বৈধ চেকের মেয়াদকাল -(The duration of a valid cheque is -)6 months
>কোন ব্যাংক অন্য কোন ব্যাংকের বা নিজের অন্য কোন শাখাকে নির্দিষ্ট পরিমাণে অর্থ প্রদান করার জন্য যে আদেশ পত্র দেওয়া হয়  বলে ব্যাংক ড্রাফট
>ব্যাংকের প্রত্যয়পত্র ব্যবহৃত হয় - (Letter of Credit (LC) is a banking instrument used for -)আমদানি-রপ্তানি (Export-Import)
>সকল ব্যাংকিং ATM গ্রহণ করে -(All the Banking ATMs accept -)Only debit card
>ATM বলতে বোঝায় - (ATM stands for - )Automated teller machine
>দেশের প্রথম মুদ্রা জাদুঘর অবস্থিত মিরপুর-২ এ 
>মুদ্রা জাদুঘরে (কারেন্সি মিউজিয়াম) সংরক্ষন করা হয়েছে উপমহাদেশের প্রাচীন ও বর্তমানকালের সব ধরনের মুদ্রা 
>বাংলাদশে প্রথম রেডিক্যাশ চালু করে জনতা ব্যাংক
>প্রথম এজেন্ট ব্যাংকিং চালু করে অগ্রনী ব্যাংক 
>বাংলাদেশে ১ম ATM Card চালু করে- Standard Chartered Bank Ltd.
>বিশ্বের ১ম সুদবিহীন ব্যাংক- Islamic Development Bank (১৯৭৫, জেদ্দা)
>বাংলাদেশের ১ম সুদবিহীন ব্যাংক- ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: (১৯৮৩, ঢাকা)
>মুদ্রাবাজার হল -(Money market is a -)স্বল্প মেয়াদী তহবিলের বাজার (Market for short term fund)
>যে বাজারে ঋণ হিসাবে অর্থের লেনদেন হয় তাকে মুদ্রা বাজার বলে
>কলমানি বলতে  বোঝায় -আন্তঃব্যাংক স্বল্পমেয়াদী ঋণ প্রদান ও গ্রহণ (Inter-bank short term leading and borrowing)
>কলমানি হার বলতে -(Call money rate is :)যে হারে একটি ব্যাংক অন্য ব্যাংকের নিকট হতে ঋণ নেয় (The rate at which one bank borrows from another bank)
>কলমানি রেট -আন্তব্যাংক সুদের হার
>ব্যাংক হার বলতে বোঝায় (The Bank rate means -)যে হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংককে ঋণ দেয় (The rate at which central bank lends money to commercial banks)
>ব্যাংক রেট (সুদের হার) কেন্দ্রীয় ব্যাংকের রেট
>ট্রেজারী বিল ইস্যু করে কেন্দ্রীয় ব্যাংক
>বাংলাদেশ সরকারের ব্যাংকার বাংলাদেশ ব্যাংক
>ট্রেজারী বিল ক্রয় করতে পারেন বানিজ্যিক ব্যাংক
>ব্যাংক অর্থের প্রধান উৎস আমানত 
>মুদ্রাস্ফীতির কারণ টাকার সরবরাহ বৃদ্ধি
>মুল্যস্ফিতি প্র্কৃত  আয়কে- হ্রাস করে
>ডি ম্যাট -শেয়ার লেনদেনের ইলেক্ট্রনিক প্রক্রিয়া
>Blue chip শব্দটি  ব্যবহৃত হয়- শেয়ার বাজারে
>ট্যাক্স হলিডে-সাময়িক ভাবে ট্যাক্স মওকুফ করা

#বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা প্রশ্ন-

১. Who was the chairman of the eighth national pay commission? (পূবালী ব্যাংক, ক্যাশ-২০১৬)
1)Dr. Saleh Uddin Ahmed
2)Dr. Mohammed Farashuddin
3)Dr. Shirin Sharmin Chwdhury
4)Dr. Akbar Ali Khan
C/A: 2)Dr. Mohammed Farashuddin

২. নিচের কোন ব্যাংকটি একটি বিশেষায়িত ব্যাংক? (BDBL_Officer Cash-2016)
1)সোনালী ব্যাংক
2)উত্তরা ব্যাংক
3)বাংলাদেশ কৃষি ব্যাংক
4)জনতা ব্যাংক
5)রুপালি ব্যাংক
C/A: 3)বাংলাদেশ কৃষি ব্যাংক

৩.  “Currency Museum” in Bangladesh starts on- (RKUB_SO. 2015)
1)5th September,2013
2)5th October, 2013
3)5thOctober,2012
4)5th September, 2014
C/A: 2)5th October, 2013

৪.  Rajshahi Krishi Unnayan Bank is a-(RKUB_SO. 2015)
1)Commercial Bank
2)Specialized Bank
3)Investment Bank
4)International Bank
C/A: 2)Specialized Bank

৫. The controlling authority of share market in Bangladesh-(RKUB_SO. 2015)
1)Investment corporation of Bangladesh
2)Dhaka Stock Exchange
3)Bangladesh Security and Exchange Commission
4)Ministry of Finance
C/A: 3)Bangladesh Security and Exchange Commission

৬. Which one is not a Bank Note? (First Security Islami Bank_Officer-2014)
1)Two taka note 
2)five taka note
3)ten taka note
4)All of these are Bank notes  
C/A: 1)Two taka note 

৭. Which of the following is the effect of inflation? (First Security Islami Bank_Officer-2014)
1) purchasing power of money increases
2)purchasing power of money decrease
3)import increase
4)GDP decrease
C/A: 2)purchasing power of money decrease

৮. Which sector has the highest contribution to the Gross Domestic Product of Bangladesh? (প্রবাসী কল্যাণ ব্যাংক-সি.অফিসার-২০১৪)
1)Agriculture
2)Industry
3)Transport
4)Service
C/A: 4)Service (GDP by sector Services: 53.39%; Agriculture: 15.33% Industry: 31.28% (FY 2015-16))

৯. The present governor of Bangladesh Bank is- (পূবালী ব্যাংক, জু. অফিসার-২০১২)
1)Mr. Fazle Kabir
2)Dr. Mohammed Farashuddin
3)Dr. Saleh Uddin Ahmed
4)Dr. Fakhruddin Ahmed
5)Dr. Atiur Rahman
C/A: 1)Mr. Fazle Kabir(Mr. Fazle Kabir has joined as the 11th Governor of Bangladesh Bank on 20 March, 2016.)

১০.The first five year plan of Bangladesh was launched is—(পূবালী ব্যাংক সি.অফিসার-২০১২)
1)Jul-1973
2)Jul-1978
3)Jul-1980
4)Jul-1972
5)None of them
C/A: 1)Jul-1973