Studypress News
উম্বলডন ২০১৬: শিরোপা জিতে স্টেফিকে ছুঁলেন সেরেনা, সামনে কেবল মার্গারেট
10 Jul 2016

উম্বলডন টেনিসে নারী এককের শিরোপা জিতেছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। ফাইনালে জার্মানির অ্যাঞ্জেলিক কেরবারকে হারিয়ে সপ্তম উইম্বলডন ও ২২তম গ্র্যান্ড স্ল্যাম জেতেন তিনি। ৩৪ বছর বয়সী সেরেনা ম্যাচ জেতেন ৭-৬, ৬-৩ গেইমে। এর ফলে স্টেফি গ্রাফের ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ছুঁলেন সেরেনা। টেনিসে নারীদের এককে সবচেয়ে সফল খেলোয়াড় অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্ট। তিনি মোট ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন।
Important News

Highlight of the week
