Studypress News
উম্বলডন ২০১৬: শিরোপা জিতে স্টেফিকে ছুঁলেন সেরেনা, সামনে কেবল মার্গারেট
10 Jul 2016
উম্বলডন টেনিসে নারী এককের শিরোপা জিতেছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। ফাইনালে জার্মানির অ্যাঞ্জেলিক কেরবারকে হারিয়ে সপ্তম উইম্বলডন ও ২২তম গ্র্যান্ড স্ল্যাম জেতেন তিনি। ৩৪ বছর বয়সী সেরেনা ম্যাচ জেতেন ৭-৬, ৬-৩ গেইমে। এর ফলে স্টেফি গ্রাফের ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ছুঁলেন সেরেনা। টেনিসে নারীদের এককে সবচেয়ে সফল খেলোয়াড় অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্ট। তিনি মোট ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন।