Studypress News

ফুটবল সম্পর্কিত যাবতীয় তথ্য

10 Jul 2016

ফিফা (FIFA)

পূর্ণরূপ: Federation of International Football Association.
প্রতিষ্ঠাকাল: ২১ মে ১৯০৪
সদর দপ্তর: জুরিখ, সুইজারল্যান্ড
সদস্য সংখ্যা: ২১১

ফিফার প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৭টি। যথা: বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, নেদারল্যান্ডস, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড।
ফিফার বর্তমান (৯ম) সভাপতি: জিয়ান্নি ইনফান্তিনো (জন্মঃ সুইজারল্যান্ডে, জাতীয়তাঃ ইতালি)
* ফিফা বিশ্বকাপ (FIFA World Cup) একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা যেখানে ফিফা সহযোগী দেশগুলোর পুরুষ জাতীয় ফুটবল দল অংশ নেয়। ফিফা বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা। ১৯৩০ সালে এই প্রতিযোগিতা শুরু হয় এবং এখন পর্যন্ত চার বছর পর পর অনুষ্ঠিত হচ্ছে। মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও ১৯৪৬ সালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি।
* সর্বশেষ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে ব্রাজিলে, ২০১৪ সালে। এই বিশ্বকাপে জার্মানি আর্জেন্টিনাকে ফাইনালে পরাজিত করে শিরোপা জিতে নিয়েছে। পরবর্তী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০১৮ সালে এবং এটির আয়োজন করছে রাশিয়া। ২০২২ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে  কাতারে।  
* ১৯৯১ সাল থেকে ফিফা ফিফা মহিলা বিশ্বকাপ আয়োজন শুরু করেছে। এটিও সাধারণ বিশ্বকাপের মত চার বছর পর পর অনুষ্ঠিত হয়।


# ফুটবল এর গুরুত্বপূর্ণ তথ্য:
> ফুটবল খেলার জন্ম: চীনে।
> বিশ্বের প্রাচীনতম ফুটবল ক্লাবের নাম: ইংল্যান্ডের শেফিল্ড ফুটবল ক্লাব (প্রতিষ্ঠা ২৪ অক্টোবর, ১৮৫৭)
> সরকারিভাবে কখন ফুটবল খেলা অলিম্পিক অন্তরর্ভূক্ত হয়: ১৯০৮ সালে, লন্ডন অলিম্পিকে (উল্লেখ্য, ১৯০০ ও ১৯০৪ সালে অলিম্পিকে ফুটবল অনুষ্ঠিত হয় ক্লাব পর্যায়ে)
 

#বিশ্বকাপ ফুটবল-
শুরুঃ ১৯৩০
ট্রফির নামঃ ফিফা ওয়ার্ল্ড কাপ।
বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়ঃ ৪ বছর পর পর।
২০১৪ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়-ব্রাজিলে (চ্যাম্পিয়ন-জার্মানি(৪র্থ শিরোপা))
২০১০ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়-দক্ষিণ আফ্রিকায়(চ্যাম্পিয়ানঃ স্পেন)
২০১৮ সালে ২১তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে-রাশিয়াতে।
২০২২ সালে ২২তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে-কাতারে।
সর্বাধিক সফল দল-ব্রাজিল(৫ম শিরোপা)
সর্বোচ্চ গোলদাতা-জার্মানির মিরোস্লাভ ক্লোসা(১৬টি), দ্বিতীয়-ব্রাজিলের রোনালদো (১৫টি)
‘গোল্ডেন বল’ রীতি চালু হয়: ১৯৮২ সালে স্পেন বিশ্বকাপে।
‘গোল্ডেন বুট বা সু’ পুরস্কারের নাম ’এডিডাস গোল্ডেন সু’ নামকরণ করা হয়: ১৯৮২ সালে।
‘টোটাল ফুটবলের জনক’ বলা হয়: নেদারল্যান্ডসের ইয়োহান ক্রুইফ
জুলে রিমে কাপের ভাস্কর: অ্যাবেল লাফ্লেউর, ফ্রান্স।
বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী প্রথম মুসলিম দেশ: মিশর (১৯৩৮ সালে)।
‘ফিফা ওয়ার্ল্ড কাপ’ তৈরি হয়: ১৯৭৩ সালে।
ফিফা ওয়ার্ল্ড কাপের ভাস্কর: সিলভিও গাজ্জানিগা, ইতালি।
বিশ্বকাপ ফুটবলে প্রথম ম্যাচ কোন দুটি দলের মধ্যে অনুষ্ঠিত হয়: ফ্রান্স-মেক্সিকো 
বিশ্বকাপ ফুটবলে প্রথম গোলদাতা : লুই লরেন্ট (ফ্রান্স), বিপক্ষ মেক্সিকো; 
বিশ্বকাপ ফুটবলে প্রথম এশীয় দেশ হিসেবে মূল পর্বে অংশগ্রহণ করে কোন দেশ : ডাচ ইস্ট ইন্ডিজ(বর্তমানে ইন্দোনেশিয়া); ১৯৩৮।
বিশ্বকাপ ফুটবলে জার্সিতে প্রথম নম্বরের ব্যবহার শুরু হয় : ১৯৩৮।
বিশ্বকাপ ফুটবল কোন কোন বছর অনুষ্ঠিত হয়নি : ১৯৪২ ও ১৯৪৬ সালে; দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে।
বিশ্বকাপ ফুটবলে সর্বাধিকবার বিজয়ী হয় : ব্রাজিল। পাঁচবার (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২)।
বিশ্বকাপের ফাইনালে একমাত্র হ্যাটট্রিকারী : ইংল্যান্ডের জিওফ হার্ষ্ট। ১৯৬৬ সালে পশ্চিম জার্মানির বিপক্ষে।
বিশ্বকাপ ফুটবলে সর্বকনিষ্ঠ গোলদাতা : পেলে (ব্রাজিল, ১৯৫৮); ১৭ বছর ২৩৯ দিন, বিপক্ষ ওয়েলস।
বিশ্বকাপ ফুটবলে বয়োজ্যেষ্ঠ গোলদাতা : রজার মিলা (ক্যামেরুন, ১৯৯৪); ৪২ বছর ৩৯ দিন, বিপক্ষ রাশিয়া।
বিশ্বকাপ ফুটবলে দ্রুততম গোলদাতা : হাকান সুকুর (তুরস্ক ২০০২); ১১ সেকেন্ডে; বিপক্ষ দক্ষিণ কোরিয়া।
বিশ্বকাপ ফুটবলে সর্বাধিকবার চ্যাম্পিয়ান কোচ : ২ বার; ভিক্টোরিও পুজো (ইতালি, ১৯৩৪-১৯৩৮)।
২০তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় : ২০১৪ সালে, চ্যাম্পিয়ানঃ জার্মানি (৪ বারের মত বিশ্বকাপ জয়) (রানার্স আপঃ আর্জেন্টিনা)
২১তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে ২০১৮ সালে রাশিয়াতে।
২২তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে ২০২২ সালে কাতারে।


# ফিফা ব্যালন ডি’অর অ্যাওয়ার্ড (Award):

২০১৭ সালে ফিফার বর্ষসেরা ফুটবলার : ​ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই নিয়ে ৫ বার ব্যালন ডি'ওর (Ballon d'Or) পেলেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো. 
ফিফা বর্ষসেরা পুরষ্কার চালু হয়: ১৯৯১ সালে (মহিলা বর্ষসেরা শুরু হয় ২০০১ সালে)।
ফিফা বর্ষসেরা পুরষ্কারের বর্তমানের নাম: ফিফা ব্যালন ডি’অর অ্যাওয়ার্ড।
ফিফা ব্যালন ডি’অর অ্যাওয়ার্ড’ নামকরণ করা হয় দুটি পুরষ্কারকে একীভূত করে: ফিফা বর্ষসেরা ও ব্যালন ডি’অর অ্যাওয়ার্ড।
ফিফা ব্যালন ডি’অর অ্যাওয়ার্ড প্রদান করা হয়ঃ ২০১১ সালে।
ব্যালন ডি’অর: ফ্রান্সের বিখ্যাত ফুটবল ম্যাগাজিন।
ব্যালন ডি’অর অ্যাওয়ার্ড চালু হয়: ১৯৫৬ সালে।
প্রথম ব্যালন ডি’অর অ্যাওয়ার্ড জয় করেন: স্যার ষ্ট্যানলি ম্যাথুজ (ইংল্যান্ড)।
প্রথম ফিফা বর্ষসেরা ফুটবলার (পুরুষ): জার্মানির লোথার ম্যাথিউস।

# ইউরো কাপঃ
>ইউরো কাপ শুরু হয়ঃ ১৯৬০ সালে(জয়ী দলঃ সোভিয়েত ইউনিয়ন)
> ইউরো কাপ অনুষ্ঠিত হয় প্রতি ৪ বছর পর পর।
> ২০১৬ সালে ১৫তম ইউরো কাপ, অনুষ্ঠিত ফ্রান্সে। শিরোপা জয়ী: পর্তুগাল (ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে)
>২০২০ সালের ইউরো অনুষ্ঠিত হবে ১২টি দেশে। 

# কোপা আমেরিকা কাপ:
> কোপা আমেরিকা কাপ শুরু হয়: ১৯১৬ সালে।
> কোপা আমেরিকা কাপের আয়োজক: CONMEBOL.
>কোপা আমেরিকার সবচেয়ে বেশি শিরোপা জয় লাভ করেঃ উরুগুয়ে (১৫ বার)
>কোপা আমেরিকা কাপ’র ১০০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ টূর্নামেন্ট (কোপা আমেরিকা কাপ) অনুষ্ঠিত - যুক্তরাষ্ট্রে (১৬ দলের মধ্যে)- চ্যাম্পিয়ন: চিলি, রানার্সআপ আর্জেন্টিনা
>২০১৯ সালে অনুষ্ঠিত হবে-ব্রাজিলে।
>২০২৩ সালে অনুষ্ঠিত হবে-ইকুয়েডরে।

# আফ্রিকান নেশন কাপ:
> আফ্রিকা মহাদেশীয় ফুটবল টুর্নামেন্টের নাম: আফ্রিকান নেশন কাপ।
> প্রথম আফ্রিকান নেশন কাপ অনুষ্ঠিত হয়: ১৯৫৭ সালে, সুদানে (চ্যাম্পিয়ন মিশর)।
> ২০১৭ সালের আফ্রিকান নেশন চ্যাম্পিয়ন হয়: ক্যামেরুন (রানারআপ মিশর)।
> আফ্রিকান নেশন কাপের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে: ২০১৯ সালে (ক্যামেরুনে) ও ২০২১ সালে (আইভরি কোস্টে)।

# এশিয়ান কাপ (ফুটবল) AFC Asian Cup:
>শুরুঃ ১৯৫৬ সালে।
>বর্তমান (২০১৫ সালের) চ্যাম্পিয়ানঃ অস্ট্রেলিয়া (রানার্স আপঃ দক্ষিণ কোরিয়া)
>সবচেয়ে বেশি শিরোপা জয়ীঃ জাপান (৪বার)
>পরবর্তী আসর অনুষ্ঠিত হবেঃ ২০১৯ সালে (সংযুক্ত আরব আমিরাতে)

# Champions Leage

বর্তমান চ্যাম্পিয়ন: রিয়েল মাদ্রিদ (স্পেন )
বর্তমান রানারআপ: লিভারপুল (যুক্তরাজ্য)

# Europa League

বর্তমান চ্যাম্পিয়ন: এথেলেটিকো মাদ্রিদ (স্পেন)
বর্তমান রানারআপ:  মার্শেই (ফ্রান্স)

 

# বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা প্রশ্ন-

১. ২০১০ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়-
1)ভারত
2)ব্রাজিল
3)দক্ষিণ কোরিয়া
4)দক্ষিণ আফ্রিকা

C/A: 4)দক্ষিণ আফ্রিকা (২০১৪ সালে হয় ব্রাজিলে)

2. ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৮ কোন দেশে অনুষ্ঠিত হবে? 
1)কাতার
2)জাপান
3)ব্রাজিল
4)রাশিয়া

C/A: 4)রাশিয়া

৩. ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়– 
1)লন্ডন
2)ব্রাজিল
3)জার্মানি
4)আর্জেন্টিনা

C/A: 2)ব্রাজিল

৪. FIFA প্রতিষ্ঠিত হয় কবে? 
1)১৯০৪
2)১৯২৪
3)১৯১৪
4)১৯০৫

C/A: 1)১৯০৪

৫. Who was the top scorer of 2014 FIFA World Cup? 
1)Arien Robben
2)Thomas Muller
3)Lionel Messi
4)James Rodriguez

C/A: 4)James Rodriguez


৬. ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি চ্যম্পিয়ন হয়েছে-
1)আর্জেন্টিনা
2)ব্রাজিল
3)ইতালি
4)ফ্রান্স

C/A: 2)ব্রাজিল

৭. Which country won the Copa America-2015 football tournament trophy? 
1)Brazil
2)Argentina
3)Chile
4)Mexico

C/A: 3)Chile

৮. Durand Cap is associated with the game of- 
1)Cricket
2)Football
3)Hockey
4)Volleyball

C/A: 2)Football

 


..............................................................................................................

 

৩৯/৪০তম বিসিএস প্রিলি কোর্স:

১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।

২। নিয়মিত মডেল টেস্ট।

৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।

৪। মিসটেক ও রিভিউ লিস্ট।

৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।

৬। ২৪/৭ সাপোর্ট।

৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।

৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।

৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।

১০। প্রতিদিন বাংলা থেকে (সম্পাদকীয়) ইংরেজি অনুবাদ।

 

****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।

StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

 

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(০১৬২৪৫৯৫৯৫৯)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। ০১৬২৪৫৯৫৯৫৯ আমাদের বিকাশ নাম্বার।