Studypress News
নতুন অমেরুদণ্ডী প্রাণীর সন্ধান দিলেন বাংলাদেশি গবেষক
03 Jul 2016
প্রাণী জগতে নতুন এক অমেরুদণ্ডীর সন্ধান পেয়েছেন বাংলাদেশি এক গবেষক; অমেরুদণ্ডী ওই প্রাণীটির বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে ভিক্টোরিওপিসা ব্রুনেইসিস (Victoriopisa bruneiensis)।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য ও সামুদ্রিক বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. বেলাল হোসেনের এই আবিষ্কারের কথা সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে।
এশিয়ার দেশ ব্রুনাইয়ের ‘ব্রুনাই নদীর’ মোহনা থেকে আবিষ্কার ‘ভিক্টোরিওপিসা ব্রুনেইসিস’কে আর্থোপোডা পর্বের অ্যামফিপোডা (Amphipoda) বর্গের এবং ভিক্টোরিওপিসা (Victoriopisa) গণভুক্ত প্রজাতি বলে উল্লেখ করেছেন মৎস্য বিজ্ঞানী ড. বেলাল।
ব্রুনাইয়ের নামানুসারে নতুন এই প্রাণীর নামকরণ করা হয় ভিক্টোরিওপিসা ব্রুনেইসিস।
ওয়ার্ল্ড রেজিস্ট্রার ফর মেরিন স্পিসিস এর দেওয়া তথ্য মতে, এ পর্যন্ত প্রায় দশ হাজার অ্যামফিপডস প্রাণী আবিষ্কৃত হয়েছে। কিন্তু ড. বেলালের নতুন এ প্রজাতি আবিষ্কারের আগে ভিক্টোরিওপিসা গণভুক্ত প্রজাতি ছিল মাত্র তিনটি।