Studypress News
সুইডেন, বলিভিয়া, ইথিওপিয়া নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য
07 Jul 2016
আগামী দুই বছরের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ United Nations Security Council (UNSC) এর অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের চারটি দেশ: সুইডেন, বলিভিয়া, ইথিওপিয়া ও কাজাখস্তিান। এর ফলে আগামী বছরের ১লা জানুয়ারি থেকে এই চারটি দেশ নিরাপত্তা পরিষদের সদস্যপদ লাভ করবে। এটি বহাল থাকবে ২০১৮ সাল পর্যন্ত।
জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্কে এই ভোট অনুষ্ঠিত হয়। সাধারণ পরিষদের ১৯৩ সদস্যের ভোটে ওই চারটি দেশ নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হয়। নির্বাচনে সুইডেন ১৩৪, ইথিওপিয়া ১৮৫ ও বলিভিয়া ১৮৩ ভোট পেয়েছিল। এছাড়া সমান সংখ্যক ভোট পাওয়ায় যৌথভাবে সদস্যপদ পেয়েছে ইতালি ও নেদারল্যান্ড। তবে তাদের সদস্যপদের সময়সীমা হবে একবছর।
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচ। এদের সঙ্গে ভৌগলিক অবস্থানের ভিত্তিতে দু বছরের জন্য আরো ১০টি অস্থায়ী সদস্য নির্বাচন করা হয়। প্রতি বছর পাঁচটি করে সদস্য দেশ নির্বাচিত করা হয়। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ নির্বাচিত হওয়ার জন্য সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ ভোটের সমর্থন দরকার হয়।
বাংলাদেশ এই পর্যন্ত দুইবার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ লাভ করে। প্রথমবার ১৯৭৯-১৯৮০ এবং দ্বিতীয়বার ২০০০-২০০১ সালে।