Studypress News
World Economic Forum released the Human Capital Report 2016
07 Jul 2016

ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম The World Economic Forum (WEF) গত ২৮ই জুন ২০১৬ Human Capital Report 2016 প্রকাশ করেছে।
মোট ১৩০টি দেশের জনসম্পদের বর্তমান এবং ভবিষ্যৎ অবস্থা নিয়ে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে।
এই রিপোর্ট অনুযায়ী প্রথম ১০টি দেশ হল: ফিনল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, জাপান, সুইডেন, নিউজিল্যান্ড, ডেনমার্ক, নেদারল্যান্ড, কানাডা এবং বেলজিয়াম।
১৩০তম অবস্থানে আছে মৌরিতানিয়া।
এই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১০৪তম।
Important News

Highlight of the week
