Studypress News
United Nations
24 Oct 2016
প্রতিষ্ঠা- ২৪ অক্টোবর, ১৯৪৫ (জাতিসংঘ সনদ কার্যকর)
প্রতিষ্ঠাকালীন সদস্য- ৫১
বর্তমান সদস্য- ১৯৩ (পর্যবেক্ষক-২ দেশ)
সর্বশেষ সদস্য- দক্ষিণ সুদান (১৪ জুলাই ২০১১)
সদর দপ্তর- নিউইয়র্ক
ইউরোপীয় সদর দপ্তর- জেনেভা
মূল সংস্থা- ৬টি
অফিশিয়াল/দাপ্তরিক ভাষা- ৬টি (ইংরেজি, ফরাসি, চীনা, রুশ, স্প্যনিশ ও আরবি)
সচিবালয়ে ব্যবহৃত ভাষা- ২টি (ইংরেজি ও ফরাসি)
প্রথম মহসচিব –ট্রাইগভে লি (নরওয়ে)।
বর্তমান মহাসচিব- বান কি-মুন(৮ম) দক্ষিণ কোরিয়া।
জাতিসংঘ গঠন:
জাতিসংঘ গঠনের ৭টি গুরুত্বপূর্ণ ঘটনা বা পদক্ষেপ উল্লেখযোগ্য। এগুলো হল-
১. লন্ডন ঘোষণা-
২. আটলান্টিক সনদ - ১৪ আগস্ট, ১৯৪১; তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও বৃটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল আটলান্টিক মহাসাগরে বৃটিশ নৌ-তরী ‘প্রিন্সেস অব ওয়েলস’-এ বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য এক ঘোষণা দেন। এটিই আটলান্টিক সনদ নামে পরিচিত।
৩. মস্কো সম্মেলন-
৪. তেহরান সম্মেলন-
৫. ডাম্বারটন ওকস সম্মেলন-
৬. ইয়াল্টা সম্মেলন-
৭. সানফ্রান্সিসকো সম্মেলন- ২৫ এপ্রিল ১৯৪৫, সানফ্রান্সিসকো’তে ৫০টি দেশের প্রতিনিধিরা একটি সম্মেলনে যোগ দেন। ২৬ জুন তারা ১১১ ধারা সম্বলিত জাতিসংঘ সনদ স্বাক্ষর করেন। ১৫ অক্টোবর সম্মেলনে অংশ না নেয়া প্রথম দেশ হিসেবে পোল্যান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করে। আর সনদটি কার্যকর হয় ২৪ অক্টোবর। অর্থাৎ সানফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত না থেকেও জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার পূর্বেই তাতে স্বাক্ষর করে পোল্যান্ড। অর্থাৎ, সানফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত রাষ্ট্র ৫০টি, কিন্তু সেই সম্মেলনে গৃহীত সনদে স্বাক্ষরকারী দেশ ৫১টি (পোল্যান্ড’সহ)।
জাতিসংঘ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য:
* জাতিসংঘের প্রতিষ্ঠাকালিন সদস্য ছিল- ৫১ টি
* সানফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত সদস্য- ৫০ টি
* জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়- ২৬ জুন, ১৯৪৫
* জাতিসংঘ সনদের মূল স্বাক্ষরকারী দেশ- ৫১ টি
* জাতিসংঘ সনদ কার্যকরী হয়- ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে
* জাতিসংঘ দিবস- ২৪ অক্টোবর
* জাতিসংঘের সদর দপ্তর- নিউইয়র্ক
* জাতিসংঘের সদস্য নয়- তাইওয়ান, ভ্যাটিকান, কসোভো এবং ফিলিস্তিন
* জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক- ভ্যাটিকান এবং ফিলিস্তিন
* জাতিসংঘ সনদ স্বাক্ষরকারী সম্মেলনে (সানফ্রান্সিসকো সম্মেলনে) উপস্থিত না থেকেও যে দেশটি জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে পরিগণিত হয়- পোল্যান্ড
* জাতিসংঘের বর্তমান সদস্য- ১৯৩ (ফিলিস্তাইন ও ভ্যাটিকান সিটি বাদে)
* বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।
* জাতিসংঘের সর্বশেষ সদস্য- দক্ষিণ সুদান
* দক্ষিণ সুদান জাতিসংঘের সদস্য পদ লাভ করে- ১৪ জুলাই
* জাতিসংঘ হতে স্বেচ্ছায় পদত্যাগকারী একমাত্র দেশ- ইন্দোনেশিয়া
* ইন্দোনেশিয়া পদত্যাগ করে পুনরায় ফিরে আসে- ১৯৬৫
* পূর্বে কোন দেশ জাতিসংঘের সদস্য ছিল বর্তমানে নেই- তাইওয়ান
* তাইওয়ান চীনের নিকট জাতিসংঘের সদস্যপদ হারায়- ১৯৭১
* বিশ্বের স্বাধীন দেশ হয়েও জাতিসংঘের সদস্য নয়- ভ্যাটিকান ও কসোভো।
* জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত- জাপানে।
* জাতিসংঘের পতাকায় কোন গাছের প্রতীক দেখা যায়- জলপাই গাছের।
* জাতিসংঘের কোন মহাসচিব বিমান দূর্ঘটনায় নিহত হয়েছিল- দ্যাগ হ্যামারশোল্ড।
* কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘে নতুন সদস্য গ্রহন করা হয় -নিরাপত্তা পরিষদের।
জাতিসংঘের সংস্থা:
জাতিসংঘের মূল সংস্থা- ৬টি (বর্তমানে অবশ্য কার্যকর সংস্থা ৫টি । কারণ, ১৯৯৪ সালে পালাউ’র স্বাধীনতার পরপর অছি পরিষদ (Trusteeship Council) স্থগিত করা হয় ।)
১) সাধারণ পরিষদ
General Assembly
সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়- লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে ।
সাধারণ পরিষদে প্রতিটি দেশের ভোট দেয়ার ক্ষমতা- ১টি
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি সদস্য সর্বোচ্চ ৫ জন প্রতিনিধি পাঠাতে পারে।
বাংলাদেশ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়- ১৯৮৬ সালে
সভাপতিত্ব করেন- হুমায়ুন রশীদ চৌধুরী
২) নিরাপত্তা পরিষদ:
Security Council
নিরাপত্তা পরিষদ পরিচিত– স্বস্তি পরিষদ নামে
নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা- ১৫ টি (৫ টি স্থায়ী ও ১০ টি অস্থায়ী)
৫টি স্থায়ী রাষ্ট্র- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন
১৯৬৫ সালের আগে নিরাপত্তা পরিষদের সদস্য ছিল- ১১ টি
জাতিসংঘে ভেটো দানের ক্ষমতা আছে- নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী রাষ্ট্রের
নিরাপত্তা পরিষদের কোন সিদ্ধান্ত গ্রহণের জন্য কমপক্ষে- মোট ৯টি সদস্য রাষ্ট্রের সম্মতি প্রয়োজন (স্থায়ী সদস্য ৫টি ও অস্থায়ী সদস্য ৪টি দেশের সম্মতি প্রয়োজন)
ভেটো মানে- আমি এটা মানি না (না ভোট)
কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘে নতুন সদস্য গ্রহন করা হয় -নিরাপত্তা পরিষদের।
বাংলাদেশ নিরাপত্তা পরিষদের সদস্য হয়- মোট ২ বার (১৯৭৮ ও ১৯৯৯)
২য় বার বাংলাদেশ (১৯৯৯ সালে নির্বাচিত, ২০০০-০১ মেয়াদে) সভাপতির দায়িত্ব পালন করে
সভাপতিত্ব করেন- আনোয়ারুল করিম চৌধুরী
৩) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ:
Economic and Social Council (ECOSOC)
অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যরা নির্বাচিত হয় -৩ বছরের জন্য।
অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয় বছরে -২ বার(অধিবেশন বসে- একটি জেনেভায় ও অন্যটি নিউইয়র্কে)
অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য-৫৪ (১৯৬৫ আগে ১৮ এবং ১৯৭৩ আগে ২৭)
৪) আন্তর্জাতিক আদালত:
International Court of Justice (ICJ)
জাতিসংঘের আন্তর্জাতিক আদালত পরিষদের নাম- স্থায়ী সালিশী আদালত
আন্তর্জাতিক আদালতের সদর দফতরের নাম- শান্তি প্রাসাদ (হেগ, নেদারল্যান্ডস)
আন্তর্জাতিক আদালতের বিচারক- ১৫ জন
আন্তর্জাতিক আদালতের বিচারকদের মেয়াদ- ৯ বছর
আন্তর্জাতিক আদালতের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হয়- ৩ বছরের জন্য।
৫) সচিবালয়:
Secretariat
জাতিসংঘ সচিবালয়, জাতিসংঘ সদর দপ্তর ও বাইরে কর্মরত আন্তর্জাতিক কর্মচারীদের নিয়ে গঠিত।
৬) অছি পরিষদ:
১৯৯৪ সালে পালাউ স্বাধীন হলে জাতিসংঘের এই সংস্থাটি স্থগিত (suspended) করা হয় ।
# জাতিসংঘ (United Nations) থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা প্রশ্নঃ
১. জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়? (৩৬তম বিসিএস)
1)১৯৪১
2)১৯৪৫
3)১৯৪৮
4)১৯৪৯
C/A: 2)১৯৪৫
২. “YALTA Conference” এর একটি লক্ষ্য ছিল-(৩৬তম বিসিএস)
1)বিশ্বযুদ্ধের কারণ নির্ণয়
2)জিব্রালটার প্রণালীর সুরক্ষা
3)জাতিসংঘ প্রতিষ্ঠা
4)যুদ্ধে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান তত
C/A: 3)জাতিসংঘ প্রতিষ্ঠা
৩. জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি সদস্য সর্বোচ্চ কত জন প্রতিনিধি পাঠাতে পারে? (Bangladesh Krishi Bank-2015)
1)৩
2)৪
3)৫
4)৬
5)কোনটিই নয়
C/A: 3)৫
৪. জাতিসংঘ সনদে স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিগনিত হয়? (Bangladesh Krishi Bank-2015)
1)হাঙ্গেরি
2)পোল্যান্ড
3)জার্মানি
4)ব্রিটেন
5)কোনটিই নয়
C/A: 2)পোল্যান্ড
৫. আন্তর্জাতিক আদালতের সদর দফতর কোন দেশে অবস্থিত? (Agrani Bank Sr. Officer(FFQ)-2015)
1)সুইজারল্যান্ড
2)নেদারল্যান্ড
3)ইটালি
4) অস্ট্রিয়া
C/A: 2)নেদারল্যান্ড
৬. The number of UN countries- (বাংলাদেশ কৃষি ব্যাংক-২০১২)
1)193
2)195
3)189
4)191
C/A: 1)193
৭. ১৯৬৫ সালের আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল? (Bangladesh Krishi Bank-2015)
1)৫
2)১০
3)১১
4)১২
5)কোনটিই নয়
C/A: 3)১১
৮. কোন তারিখে জাতিসংঘ দিবস পালিত হয়? (ATEO-2012)
1)২৪ জানুয়ারি
2)২৪ এপ্রিল
3)২৪ জুলাই
4)২৪ অক্টোবর
C/A: 4)২৪ অক্টোবর
৯. জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? (ATEO-2012)
1)কলকাতা
2)মাদ্রিদ
3)নিউইয়র্ক
4)টোকিও(জাপান)
C/A: 4)টোকিও(জাপান)
১০. জাতিসংঘের কোন মহাসচিব বিমান দূর্ঘটনায় নিহত হয়েছিল? (১৮তম বিসিএস)
1)ট্রিগভে লাই
2)কুর্ট্ ওয়াল্ডহেইম
3)দ্যাগ হ্যামারশোল্ড
4)উ থান্ট
C/A: 3)দ্যাগ হ্যামারশোল্ড
১১. কয়টি দেশ নিয়ে জাতিসংঘের যাত্রা শুরু হয়েছিল? (২১তম বিসিএস)
1)৪৯টি
2)৫০টি
3)৫১টি
4)৫২টি
C/A: 3)৫১টি
১২. কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘে নতুন সদস্য গ্রহন করা হয়? (২৭তম বিসিএস)
1)অছি পরিষদ
2)সাধারন পরিষদ
3)নিরাপত্তা পরিষদ
4)অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
C/A: 3)নিরাপত্তা পরিষদ
১৩. জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? (১০তম বিসিএস)
1)পেরেজ দ্য কুয়েলার
2)কুর্টওয়ান্ডহইম
3)ট্রাইগভে লাই
4) উ থান্ট
C/A: 3)ট্রাইগভে লাই
১৪. The chairmanship presidency of the UN Security Council rotate among the council members. (Janata Bank AEO-2015)
1)Every month
2)every 3 months
3)every year
4)every 6 months
C/A: 1)Every month
১৫. Which one of the following is not the official language of “United Nations Organizations?" (Bangladesh Bank AD-2012)
1)Spanish
2)Arabic
3)Portuguese
4)Chinese
5)None of them
C/A: 3)Portuguese
১৬. ESCAP headquarters are located in – (অগ্রণী ব্যাংক অফিসার ক্যাশ-২০১২)
1)Bangkok
2)Singapore
3)Jakarta
4)Kuala Lumpur
5)Manila
C/A: 1)Bangkok