Studypress News

SAARC

05 Jul 2016

দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক সহযোগিতার আঞ্চলিক জোট (SAARC)

প্রতিষ্ঠাকাল-8 December 1985

উদ্যোক্তা- প্রেসিডেন্ট জিয়াউর রহমান (প্রথম উদ্যোগ নেনঃ২ মে, ১৯৮০সালে)

SAARC এর পূর্ণরূপ- South Asian Association for Regional Co-Operation

SAARC এর সচিবালয়- কাঠমুন্ডুতে (নেপাল)

SAARC এর বর্তমান মহাসচিব- অর্জুন বাহাদুর থাপা (১২ তম) (নেপাল)

SAARC এর বর্তমান সভাপতি-খাগড়া প্রসাদ শর্মা অলি(নেপাল)

SAARC এর বর্তমান সদস্য- ৮ টি (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান ও আফগানিস্তান)

SAARC এর সর্বশেষ সদস্য দেশ- আফগানিস্তান

SAARC এর পর্যবেক্ষক সদস্য(৯টি)- অস্ট্রেলিয়া, চীন, ইরান, জাপান, কোরিয়া, মরিশাস, মায়ানমার, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (অস্ট্রেলিয়া ও মায়ানমার ২০১০ সালেই প্রথম সার্ক সম্মেলনে অংশ নেয়)

১৮তম SAARC শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়-কাঠমুন্ডু, নেপাল (২০১৪ সালে)।

১৯তম SAARC শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে-ইসলামাবাদ, পাকিস্তান (২০১৬ সালে)। (স্থগিত)

(এখন থেকে ২ বছর পর পর SAARC শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে)

SAARC এর সদস্য হতে আগ্রহী- চীন, ইরান, মায়ানমার

SAARC পর্যবেক্ষক হতে আগ্রহী- ইন্দোনেশিয়া ও রাশিয়া

SAARC এর অন্তর্ভূক্ত যে দেশে সামরিক বাহিনী নেই- মালদ্বীপ ও ভুটান

SAARC এর অন্তর্ভূক্ত স্থলবেষ্টিত রাষ্ট্র- আফগানিস্তান, নেপাল ও ভুটান

SAARC এর সহযোগিতার ক্ষেত্র- ১৩ টি

SAARC এর অন্তর্ভূক্ত যে দেশে SAARC এর সম্মেলন হয়নি- আফগানিস্তান

 SAARC এর বানিজ্য চুক্তি SAPTA স্বাক্ষরিত হয়- ১১ এপ্রিল, ১৯৯৩

SAPTA চুক্তি কার্যকরী হয়- ৮ ডিসেম্বর, ১৯৯৫

SAFTA বা অবাধ মুক্ত বানিজ্য এলাকা চুক্তি স্বাক্ষরিত হয়- ৬ জানুয়ারি, ২০০৪ সালে

SAFTA বা অবাধ মুক্ত বানিজ্য এলাকা চুক্তি কার্যকরী হয়- ১ জুলাই, ২০০৬ সালে

SAIC (সার্ক কৃষি তথ্য কেন্দ্র) অবস্থিত- বাংলাদেশে

SMRC (সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র) অবস্থিত- বাংলাদেশ

 

# বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা প্রশ্ন-

১. সার্ক প্রতিষ্ঠিত হয়? (৩৬তম বিসিএস)

1)১৯৮২

2)১৯৮৫

3)১৯৮৪

4)১৯৮৩

 

C/A: 2)১৯৮৫

 

২. সার্কের সচিবালয় কোথায় অবস্থিত? (ATEO (FFQ)-2015)

1)ঢাকা

2)দিল্লী

3)কাঠমুন্ডু

4)ইসলামাবাদ

 

C/A: 3)কাঠমুন্ডু

 

৩. সার্ক এর সদস্য দেশ –(৩৩তম বিসিএস)

1)৬

2)৭

3)৮

4)৯

 

C/A: 3)৮

 

৪. ষোড়শ সার্ক সম্মেলন কোথায় অনুস্থিত হয়? (৩০তম বিসিএস)

1) ঢাকা

2) কাঠমুণ্ডু

3) থিম্পু

4) মালে

 

C/A: 3) থিম্পু

 

৫. সার্কভুক্ত দেশ গুলোর মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশে? (২১তম বিসিএস)

1)নেপালে

2)মালদ্বীপে

3)শ্রীলংকায়

4)বাংলাদেশে

 

C/A: 2)মালদ্বীপে

 

৬. What is the meaning of ‘SAPTA'? (Bangladesh Bank AD-2015)

1)SAARC Preferential Trading Arrangement

2)SAARC Preferential Tariff Agreement

3)South Asian Preferential Trading Arrangement

4)South Asian Preferential Tariff Agreement

C/A: 1)SAARC Preferential Trading Arrangement

 

৭. Who is the current Secretary General of the South Asian Association for Regional Cooperation (SAARC)? (Union Bank-2014)

1)Yadav KantaSilwal

2)Arjun Bahadur Thapa

3)Shiva Prasad Koirala

4)Ahmed Saleem

5)None of these

 

C/A: 2)Arjun Bahadur Thapa

 

৮. Number of States with Observer status in SAARC is (Meghna Bank MTO-2014)

1)7
2)9
3)5
4)8

 

C/A: 2)9
 

৯. The newest member of SAARC is (Bangladesh Bank AD-2008)

1)Myanmar

2)Bhutan

3)Afghanistan

4)China

 

C/A: 3)Afghanistan

 

10. The 18th SAARC Summit will be held in (Pubali Bank Jr. Officer-2013)

1)India
2)Nepal
3)Pakistan
4)Bangladesh
5) none of them

 

C/A: 2)Nepal (19th SAARC Summit will be held in Pakistan 2016)