Studypress News

POSTAL OPERATOR EXAM (CHITTAGONG) 2016: QUESTION AND SOLUTION

29 Jun 2016

English: 15

  1. Computer __________ all over the world at the moment.

is being used

  1. Do you know _______?

Who I am?

  1. Which of the following is the antonym of ‘hybrid’?

pure-bred

  1. Which of the following is the synonym of benefit?

favour

  1. What is the correct English translation of সকাল থেকে বৃষ্টি পড়ছে?

it has been raining since morning.

  1. What does CV stand for?

Curriculum Vitae

  1. Lingua franca refers to –

common language

  1. The passive voice of Post the letter is –

Let the letter be posted.

  1. English is badly required for global communication. ____________, it is needed _________ pursuing higher studies.

Also;for

  1. Never ____ such a heinous crime.

has he committed

  1. If I had much money, I _______ .

would have helped the distressed people

  1. One of the crucial ______ traffic jam.

problems is

  1. মেধার বলে একজন শিক্ষার্থী জীবনে সফল হয় । The English translation of this sentence is:

A student succeeds in life by virtue of merit

  1. I look forward to _________

hearing from you soon

  1. Her half-sister told me that _______

She had done the assignment previous day



বাংলা: ১৫

১। কোন বিখ্যাত সাহিত্যিক ব্রিটিশ শাসনামলে ঢাকায় পোস্ট মাস্টারের পদে কর্মরত ছিলেন?

মীর মোশাররফ হোসেন///দীনবন্ধু মিত্র///হরিশচন্দ্র মিত্র///মানিক বন্দ্যোপাধ্যায়

উ: দীনবন্ধু মিত্র

২। কোন বাক্যটিতে ভুল নেই?

দরিদ্রতা অভিশাপ///ফুল দেখতে সৌন্দর্য///ভুল লিখতে ভূল করো না///শনিতে অশনি দেখতে পাইলাম

উ: দরিদ্রতা অভিশাপ

৩। বাবা বাড়ি নেই-বাক্যটিতে ‘বাড়ি’ কোন কারকে কোন বিভক্তি?

কর্মে শূন্য///কর্তৃকারকে শূন্য///অধিকরণে শূন্য///অপাদানে শূন্য

উ: অধিকরণে শূন্য

৪। রানার কবিতাটির রচয়িতা?

কাজী নজরুল ইসলাম///যতীন্দ্র মোহন বাগচী///সুকান্ত ভট্টাচার্য///বন্দে আলী মিয়া

উ: সুকান্ত ভট্টাচার্য

৫। শরৎচন্দ্রের শ্রীকান্ত কোন শ্রেণীর উপন্যাস?

ঐতিহাসিক///আত্মজৈবনিক///সামাজিক///রহস্য

উ: আত্মজৈবনিক

 

 

৬। ‘এবং’ কোন পদ?

সর্বনাম///বিশেষণ///বিশেষ্য///অব্যয়

উ: অব্যয়

৭। ডাক-হরকরা গল্পটির রচয়িতা কে?

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়///রবীন্দ্রনাথ ঠাকুর///কাজী নজরুল ইসলাম///তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

উ: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

৮। নিচের কোনটি জসিম উদদীনের রচনা নয়?

পদ্মার পলিদ্বীপ///রাখালি///ধানক্ষেত///নকশি কাঁথার মাঠ

উ: পদ্মার পলিদ্বীপ

৯। ‘অরণ্যে রোদন’ কথাটির অর্থ কী?

অবিরাম কান্না///ছিঁচকাঁদুনে///বৃথা চেষ্টা///বারংবার চেষ্টা করা

উ: বৃথা চেষ্টা

১০। বাড়ি যাও-এটি কোন প্রকারের বাক্য?

প্রশ্নবোধক///নিষেধাত্মক///আম্চর্যবোধক///অনুজ্ঞা

উ: অনুজ্ঞা

১১। কাজী নজরুল ইসলামের জন্ম ১৮৯৯ সালে-আরেক জন কবিও একই বছরে জন্মগ্রহণ করেন, তিনি কে?

কালিদাস রায়///জীবনানন্দ দাশ///সুকান্ত ভট্টাচার্য///বন্দে আলী মিয়া

উ: জীবনানন্দ দাশ

১২। কোন জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেনন নি?

আব্দুল করিম///আনিসুজ্জামান///হুমায়ুন আজাদ///সানজীদা খাতুন

উ: সানজীদা খাতুন

১৩। পদ্ম গোখরা গল্পটির রচয়িতা কে?

রবীন্দ্রনাথ ঠাকুর///কাজী নজরুল ইসলাম///মানিক বন্দ্যোপাধ্যায়///প্রেমেন্দ্র মিত্র

উ: কাজী নজরুল ইসলাম

১৪। বিয়েপাগল শব্দটি কোন সমাস?

অব্যয়ীভাব///প্রাদি///বহুব্রীহি///কর্মধারয়

উ: কর্মধারয়

১৫।  I can’t help doing it.’-বাক্যটির সঠিক অনুবাদ কোনটি?

আমি এটা না করে পারি না///আমি এটা সাহায্য ছাড়া করতে পারি না///আমি এটা করতে সাহায্য না করে পারি না///আমি এটা সাহায্য নিয়েও করতে পারি না  

উ: আমি এটা না করে পারি না

তথ্যপ্রযুক্তি ও সাধারণ জ্ঞান: ২০

১। টুইটার হলো একটি-

সামাজিক যোগাযোগ মাধ্যম///সংবাদপত্র///পাখির বাসা///টাকা আদান প্রদানের মাধ্যম

উ: সামাজিক যোগাযোগ মাধ্যম

২। ফেসবুক এর জনক?

মার্ক জুকারবার্গ///মার্ক টোয়েন///বিল গেটস///স্টীভ জোনস

উ: মার্ক জুকারবার্গ

৩। আইফোনের প্রস্তুতকারক হলো-

আই.বি.এম///মাইক্রোসফট///অ্যাপল কম্পিউটার///সনি

উ: অ্যাপল কম্পিউটার

৪। www এর পূর্ণরূপ হলো-

wide world web///world wide web///world with web///world within web

উ: world wide web

৫। নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়-

বিং///গুগল///ইয়াহু///আপডেট

উ: আপডেট

৬। ১ কিলোবাইট=

১০২৪ বাইট///১০২৮ বাইট///১০০০ বাইট///১০১২ বাইট

উ: ১০২৪ বাইট

৭। কম্পিউটারের তথ্যের দৈর্ঘ্য মাপা হয়-

বাইট-এ///মিলিমিটারে///ইঞ্চিতে///বিট-এ

উ: বিট

৮। মাইক্রোসফ ওয়ার্ডে শব্দকে সুপাস্ক্রিপ্ট করার কী বোর্ড শর্টকাট হলো-

কন্ট্রোল, শিফট এবং – একত্রে চাপা///কন্ট্রোল, শিফট এবং + একত্রে চাপা///কন্ট্রোল, শিফট এবং = একত্রে চাপা///কন্ট্রোল, শিফট এবং – একত্রে চাপা

উ: কন্ট্রোল, শিফট এবং = একত্রে চাপা

৯। নিচের কোনটি কম্পিউটারের অভ্যন্তরীন মেমোরি-

হার্ড ডিস্ক///ফ্লপি ডিস্ক///র‍্যাম///সিডি

উ: র‍্যাম

১০। নিচের কোন মাধ্যমে তথ্য সংরক্ষণ করা যায়?

ফ্লপি ডিস্ক///নেটওয়ার্ক ড্রাইভ///সিডি রম///উপরের সবগুলো

উ: উপরের সবগুলো

১১। ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশের প্রস্তাবিত বাজেটের আকার হলো-

৩.৫০ ট্রিলিয়ন টাকা///৩.২৫ ট্রিলিয়ন টাকা///৩.৭৫ ট্রিলিয়ন টাকা///৩.৪১ ট্রিলিয়ন টাকা

উ: ৩.৪১ ট্রিলিয়ন টাকা

১২। বাংলাদেশের মোট উপজেলার সংখ্যা (মে ২০১৬ পর্যন্ত হিসাব অনুযায়ী)-

৫০০ টি///৩৯০টি///৪৯০টি///৩৭০টি

উ: ৪৯০টি

১৩। RAB এর পূর্ণরূপ হলো-

Rapid Access Battalion///Ready Access Battalion///Rapid Action Battalion///Rapid Advance Battalion

উ: Rapid Action Battalion

১৪। বাংলাদেশের সর্ববৃহৎ কয়লাখনি কোথায় অবস্থিত?

দিঘীপাড়া (দিনাজপুর)///জামালগঞ্জ (জয়পুরহাট)///ফুলবাড়ী (দিনাজপুর)///বড়পুকুরিয়া (দিনাজপুর)

উ: জামালগঞ্জ (জয়পুরহাট)

১৫। ফোর্বস ম্যাগাজিন ২০১৬ এ বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান হলো-

১৯তম///৩৬তম///৪৯তম///৩য়

উ: ৩৬ তম

১৬। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?

সানফ্রানসিসকো///ফ্লোরিডা///ডালাস///নিউ ইয়র্ক

উ: নিউ ইয়র্ক

১৭। ‘শান্তিনিকেতন’ কী?

একটি বিশ্ববিদ্যালয়///শান্তিচুক্তি সম্পাদনের স্থান///অবকাশ যাপন কেন্দ্র///বৃদ্ধাশ্রম

উ: একটি বিশ্ববিদ্যালয়

১৮। টেমস নদীর তীরে কোন শহর অবস্থিত?

অটোয়া///সিউল///প্যারিস///লন্ডন

উ: লন্ডন

১৯। ডেঙ্গু রোগের জীবাণুবাহী মশার প্রজাতি হলো-

এডিস///কিউলেক্স///এনোফিলিস///লুটজিয়া

উ: এডিস

২০। বিশ্বের ক্ষুদ্রতম রাজধানী হলো-

থিম্পু///কাঠমান্ডু///ভ্যাটিকান সিটি///কলম্বো

উ: ভ্যাটিকান সিটি

Math: 20

১। দুইটি সেট যদি নিম্নলিখিতভাবে প্রকাশ করা হয়

X = {x:x3 – 3x2 + 3x – 1 = 0} এবং Y = {x:x ∈ R এবং x, 3 দ্বারা বিভাজ্য} তাহলে X ∩ Y = কত?

{1}///0///∅///{1,3}

২। f(x) = log √  (x2-36) ফাংশন এর ডোমেন কত?

X=6///x<6///x≥6///x>6

৩। নিচের কোণ ভগ্নাংশটি ৩/৪ থেকে ছোট এবং ১/৩ থেকে বড়?

১৭/২৪

৪। 3x^2 = 94 হলে x এর মান কত?

±2√2

৫। এমন একটি লঘিষ্ঠ সংখ্যা নির্ণয় কর যাকে ১৫, ১৮, ২১ এবং ২৪ দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ২ অবশিষ্ট থাকে?

৩///২৫১৮///২৫২০///২৫২২

৬। রফিক কেয়াকে তার মোট টাকার ৩০% দিয়ে দেখে যে তার নিকট আরও ৩৫০ টাকা আছে। সে কেয়াকে কত টাকা দিল?

১৫০

৭। 2x3 + 5x2 – 6x + 4 থেকে কত বিয়োগ করলে উক্ত রাশিটি (x-2) দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

28

৮। একটি গাড়ী ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে চলে, ৩ মিনিট ৩০ সেকেন্ড উহা কতদূর যাবে?

৩.৫ কিলোমিটার

৯। একটি ফুটবল টুর্নামেন্টে ৬ টি দল অংশগ্রহণ করেছে। একক লীগ পদ্ধতিতে খেলা হলে মোট কতটি খেলা পরিচালনা করতে হবে?

১৫ টি

১০। ৪০০ জন লোকের একটি দলে ২৬০ জন ইংরেজিতে এবং ১৮০ জন বাংলায় কথা বলতে পারে। তাহলে কতজন উভয় ভাষায় কথা বলতে পারে?

৪০ জন

১১। যদি a:b = b:c হয় এবং a ও c  এর মান যথাক্রমে 2 ও 5 হয় তাহলে b এর মান কত?

√10

১২। যদি ক, খ থেকে ৫ বছরের বড় এবং খ এর বয়স গ এর বয়সের দ্বিগুন এবং তাদের মোট বয়স ৫০ বছর হলে ক এর বয়স কত?

২৩

১৩। এক আম বিক্রেতা তার নিকট যে আম ছিল তার ৪০% বিক্রয় করার পরে দেখল এখনও তার নিকট ১২০ কেজি আম আছে। তার নিকট প্রথমে কত কেজি আম ছিল?

২০০

১৪। একটি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য a সেমি হলে, ঐ ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত?

√2a

১৫। কোন মূলধন ৪ বছরে সুদে মুলে ৬০০ টাকা এবং ৬ বছরে সুদে মুলে ৭০০ টাকা হলে, মূলধন কত?

৪০০ টাকা

১৬। একটি দ্রব্যের বিক্রয় মুল্য এবং ক্রয় মূল্যের পার্থক্য হল ১২০ টাকা এবং লোকটি ২০% হারে লাভ করলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত?

৭২০ টাকা

১৭। একটি আয়তাকার ঘরের প্রস্থ দৈর্ঘ্যের ২/৩ গুণ এবং ক্ষেত্রফল ৩৮৪ বর্গমিটার হলে ঐ ঘরের পরিসীমা কত?

৮০ মিটার

১৮। একটি বৃত্তের ব্যাসার্ধ ১৬ সেমি এবং একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল উক্ত বৃত্তের খেত্রফলের সমান হলে বর্গক্ষেত্রটির দৈর্ঘ্য কত?

২৮.৩৫ সেমি

১৯। 1+3+5+7+ ………………… ধারাটির n-পদের সমষ্টি কত?

n2

২০। আপনি পোস্ট অফিসে ১০% চক্রবৃদ্ধি সুদে ১৫০০০ টাকা জমা রাখলে ৩ বছর পরে কত টাকা সুদ পাবেন?

৪৫০০

 

 

কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।

৩৮তম বিসিএস প্রিলি কোর্স:

১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।

২। নিয়মিত মডেল টেস্ট।

৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।

৪। মিসটেক ও রিভিউ লিস্ট।

৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।

৬। ২৪/৭ সাপোর্ট।

৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।

৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।

৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।

১০। প্রতিদিন বাংলা থেকে (সম্পাদকীয়) ইংরেজি অনুবাদ।

 

****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।

StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

 

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(01917-777021)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।