Studypress News

দেশের প্রথম মেট্র্রোরেল চালু হবে ২০১৯ সালে

29 Jun 2016

রাজধানীতে যানজট নিরসনে প্রতমবারের মতো গনপরিবহনে যোগ হচ্ছে মেট্রোরেল, যার পুরোটাই হবে উড়ালপথে। গত রোববার (১৬/৬/২০১৬) মেট্রোরেলের নির্মাণকাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রকল্পের আওতায় উত্তরা থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত ২০ দশমিক ১ কিলোমিটার এলিভেটেড মেট্রোরেল নির্মাণের কাজ শুরু হচ্ছে। উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও পর্যন্ত ২০১৯ সালে এবং বাংলাদেশ ব্যাংক পর্যন্ত ২০২০ সালে মেট্রোরেল চলবে।

এক নজরে মেট্রোরেল:

স্টেশন: ১৬টি (স্টেশন হবে দুই স্তরে)

 

যাত্রীধারণ ক্ষমতা ৬০ হাজার (প্রতি গন্টায উভয় দিকে)

যাতায়তের সময়: ৩৭ মিনিট (উত্তরা থেকে মতিঝিল)

ট্রেন আসবে: ৪ মিনিট পরপর (দুটি ট্রেনের ব্যবধান)

দৈর্ঘ্য: ২০.১ কি.মি. (মতিঝিল থেকে উত্তরা)

চালুর পরিকল্পনা: ২০১৯ সাল (উত্তরা থেকে আগারগাঁও)

সর্বোচ্চ গতিসীমা: ১০০ কিমি/ঘন্টা

# ২০১৯ সালে ১ম ধাপ চালু। আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত।

# ২০২০ সালে ২য় ধাপ চালু। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত।

# সময়সূচি: সকাল ৬টা থেকে রাত ১২ টা পর্যন্ত প্রতি ৪ মিনিট বিরতিতে ট্রেন ছাড়বে।

# মেট্রোরেলের পথ:

মতিঝিল>প্রেসক্লাব>শাহবাগ>কারওয়ানবাজার>ফার্মগেট>বিজয় সরণি>আগারগাঁও>শেওড়াপাড়া>কাজীপাড়া>মিরপুর ১০>পল্লবী>উত্তরা দক্ষিণ>উত্তরা সেন্টার>উত্তরা