Studypress News

PSC PERSONAL OFFICER EXAM 2016: QUESTION AND SOLUTION

28 Jun 2016

১। বাংলাদেশে বসবাসকারী সবচেয়ে বেশি আদিবাসী কোনটি?

উ: চাকমা

২। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি?

উ: ভুটান

৩। আলোকিত মানুষ তৈরির কর্মসূচি কোন সংগঠনের?

উ: বিশ্ব সাহিত্য কেন্দ্র

৪। কোন প্রাণী নিজের শরীরের চেয়ে পঞ্চাশ গুণ বেশি ভরের বস্তু বহন করতে পারে?

উ: পিঁপড়া

৫। স্বর্ণের খনির জন্য বিখ্যাত স্থান কোনটি?

উ: জোহানবার্গ

৬। CD-ROM  এর পূর্ণরূপ কোনটি?

উ: compact Disc Read only Memory

৭। প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ কোন জেলায় রয়েছে?

উ: চাপাইনবানগঞ্জ

৮। WHO এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত?

উ: জেনেভা

৯। বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?

উ: সার্ভিস

১০। প্রাচীনকালে ‘সমতট’ বলতে বাংলাদেশের কোন অংশকে বুঝানো হতো?

উ: কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল

১১। সার্ক (SAARC) সচিবালয় কোন শহরে অবস্থিত?

উ: কাঠমুন্ডু

১২। জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসাবে কোন দিনটিকে স্বীকৃতি দেয়?

উ: ৮ মার্চ

১৩। কোন বিদেশী সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরপ্রতীক খেতাব লাভ করেন?

উ: ডব্লিউ এ এস ওডারল্যান্ড

১৫। লোহিত সাগর ও সুয়েজ খাল এশিয়াকে বিচ্ছিন্ন করেছে কোন মহাদেশ থেকে?

উ: আফ্রিকা

১৬। বাংলাদেশের সর্বোচ্চ বীরত্বসূচক উপাধি ‘বীরশ্রেষ্ঠ’ কতজনকে দেয়া হয়েছে?

উ: ৭ জন

১৭। বাতাসে অক্সিজেনের পরিমাণ কত?

উ: ২২%

১৮। সনেটের প্রথম ভাগে কত লাইন হয়?

উ: ৮

১৯। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কোনটি?

উ: ২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ

২০। ২০১৬ সালে বঙ্গবন্ধুর কততম জন্মবার্ষিকী পালন করা হয়?

উ: ৯৬ তম

২১। শিখা অনির্বাণ কোথায় অবস্থিত?

উ: সোহরাওয়ার্দী উদ্যান

২২। বাংলাদেশের নদের সংখ্যা কয়টি?

 

২৩। কোন তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকরী হয়?

উ: ১৬ ডিসেম্বর ১৯৭২

২৪। বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

উ: ওয়াশিংটন

২৫। ইবোলা ভাইরাসে আক্রান্তের লক্ষণ কি?

উ: অনেক জ্বর

২৬। নিচের শব্দগুলোর মধ্যে কোনটি দেশি শব্দ নয়?

উ: চাবি

২৭। বিভক্তিহীন নাম পদকে বলা হয়-

উ: প্রাতিপাদিক

২৮। ‘গুরুচন্ডালী’ দোষমুক্ত শব্দ কোনটি?

উ: শবদাহ

২৯। কোন বাক্যে ‘মাথা’ শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে?

উ: মাথা খাটিয়ে কাজ কর

৩০। অর্বাচিন শব্দের বিপরীত শব্দ কোনটি?

উ: প্রাচীন

৩১। নিচের কোন শব্দটি ‘চিকুর’ শব্দের সমার্থক নয়?

উ: কর

৩২। যে জমিতে ফসল জন্মায় না-এক কথায়-

উ: ঊষর

৩৩। ‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়?

উ: বিপরীত

৩৪। ‘চর্যাপদ’ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?

উ: বঙ্গীয় সাহিত্য পরিষদ

৩৫। ‘খনার বচন’-বেশির ভাগ কী নিয়ে-

উ: কৃষি

৩৬। মধ্যযুগের অনুবাদ সাহিত্য রচনায় কোন মুসলিম শাসকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে?

নাসির উদ্দীন শাহ///মুর্শিদ কুলি খাঁ///শাহ সুজা///আলাউদ্দিন হুসেন শাহ

 

৩৭। ‘ইউসুফ জুলেখা’ কাব্য কোন কবির রচনা?

উ: শাহ মুহম্মদ সগীর

৩৮। বিদ্যাপতি কোন ভাষায় তাঁর পদগুলো রচনা করেন?

 

উ: মৈথিলি ভাষা

৩৯। মুকুন্দরাম চক্রবর্তী কোন মঙ্গল কাব্য ধারার কবি?

উ: চন্ডীমঙ্গল

৪০। মার্সিয়া-কি?

উ: শোকগীতি

৪১। ‘চেষ্টায় সুসিদ্ধ করে জীবনের আশা’-বাক্যটি কার রচনা?

উ: ঈশ্বরচন্দ্র গুপ্ত

৪২। বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক?

উ: মাইকেল মধুসূদন দত্ত

৪৩। কোনটি বিষাদ সিন্ধু উপন্যাসের চরিত্র নয়?

উ: কুবের

৪৪। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম সন কোনটি?

উ: ১৮৩৮

৪৫। কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?

উ: ঘুম নেই

৪৬। কোন সাহিত্যিক ব্যাঙাচি ছদ্মনামে লিখতেন?

উ: কাজী নজরুল ইসলাম

৪৭। চুনিয়া আমার আর্কেডিয়া গ্রন্থের রচয়িতা-

উ: রফিক আজাদ

৪৮। ‘কালো বরফ’ রচনা করেন-

উ: মাহমুদুল হক

৪৯। ‘হাত-হদাই’একটি-

উ: নাটক

৫০। একাত্তরের ডায়েরী কার লেখা-

উ: সুফিয়া কামাল

51. “Heard melodies are sweet but those unheard are sweeter” is taken from –
john Keats

52.The passive form of sentence “ we made her recite a poem”
she was made to recite a poem

53.Which One is incorrect?
it is a quarter of eleven///it is a quarter past eleen
54.The man along with his neighbors __________working for the welfare of the people
are
55.The antonym of the word “theoretical” is-
Experimental

56.Which of the following phrases means “to tolerate” ?
Put up with

57.____________________________,he would have succeeded.
had  he studied regularly

58.What is the suitable word for “ A hater of Mankind”?
Misanthrope

59.Times have changed and so ____________
have I

60.Everybody likes flower,_____________?
doesn’t he

61. It _____________ a hot day, we remained in the tent.
was
62. Opening the file, the detective  took out a newspaper cutting. He “opening” is a/an
Gerund
63.____________________ surprised me.
What you said


64.The sinner will suffer__________________
In the long run

65.Death is preferable _____________ humiliation
to

66.A person who  writes about his own life writes __________________
an autobiography

67.English _____________ across the world.
is spoken
68.My  wife reminds me ______________
Of my appointment

69.Beautiful:Ugly
joy: sorrow
70.What is the objective of “Obey”?
obedient
71.Check the beast_____________ you.
in
72.The bag is too heavy __________________ to carry
For him
73.It was long since_____________
we last met
74.Uneasy lies the head_____________________
that wears a crown
75.He came here with a view to_____________
giving us a surprise

 

৭৬। চালের মুল্য ১২% কমে যাওয়ায় ৬০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায় । ১ কুইন্টাল চালের বর্তমান মূল্য কত?

৭২০ টাকা

 

৭৭। .১*.০১*.০০১/(.২*.০২*.০০২) এর মান কত?

১/৮

৭৮। একজন ব্যটসম্যান প্রথম তিনটি T-20 খেলায় ৮২, ৮৫ ও ৯২ রান করেন। চতুর্থ খেলায় কত রান করলে তাঁর গড় রান ৮৭ হবে?

৮৯

৭৯। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩,৪ ও ৫ অবশিষ্ট থাকে ।

১২

৮০। একটি সংখ্যার ১২% নিলে ৯৬ পাওয়া যায়, সংখ্যাটি কত?

৮০০

৮১। x + 2/x = 3 হলে x3 + 8/x3 = কত?

16///9///8///0

৮২। x2 – 3x + 2  এবং x2 – 5x + 6 এর লসাগু = কত?

(x-1)(x-2)(x-3)

৮৩। দুইটি ধনাত্মক সংখ্যার বর্গের অন্তর ৮ ও গুনফল ৩, সংখ্যা দুইটির বর্গের সমষ্টি কত?

১০

৮৪। 2x – 3y/2x+3y = 1/7 হলে x:y = কত?

2:3///3:2///2:1///1:2

৮৫। দুটি সংখ্যার গুনফল ১৫৩৬। সংখ্যা দুইটির লসাগু ৯৬ হলে গসাগু কত?

১৬

৮৬। ABC ত্রিভুজের AB=AC এবং 0 হলে

50o

৮৭। মুল বিন্দু হতে (-5,5) এবং (5,k) বিন্দুদ্বয়ের দূরত্ব সমান হলে k  এর মান কত?

5

৮৮। একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ২০২৫ বর্গমিটার। এর চারিদিকে বেড়া দেওয়া আছে। বেড়ার মোট দৈর্ঘ্য কত?

১৮০ মিটার

৮৯। শুধু পরিসীমা জানলেই –

  1. বর্গ আঁকা সম্ভব
  2. সমবাহু ত্রিভুজ আঁকা সম্ভব
  3. আয়ত আঁকা সম্ভব
  4. নিচের কোনটি সঠিক?

i ও ii

৯০। ১০ টি সংখ্যার যোগফল ৪৬২। প্রথম ৪ টি সংখ্যার গড় ৫২ এবং শেষ ৫ টি সংখ্যার গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত?

৬৪

 

৯১। কখনো কখনো শিলাবৃষ্টি হয়। এ ধরনের বৃষ্টির কারণ কি?

উ: মেঘের পানির কণা খুব ঠান্ডা হয়ে যাওয়ায়

৯২। বায়োগ্যাসের কোন উপাদান জ্বালানীর কাজে লাগে?

উ: মিথেন

৯৩। কোনটির কারণে মরিচ ঝাল লাগে?

উ: ক্যাপসিসিন

৯৪। খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভিতর প্রলেপ করার প্রযুক্তি হলো-

উ: ন্যানো টেকনলজি

৯৫। হিমশৈল কি?

উ: শীতল সমুদ্র স্রোতে ভেসে আসা বিশাল বরফ খন্ড

৯৬। সিদ্ধ চালে কি পরিমাণ শ্বেতসার থাকে?

উ: ৭৯%

৯৭। জীবদেহের বৈশিষ্ট্যগুলি বংশানুক্রমে বহন করে-

উ: ডিএনএ

৯৮। স্যাটেলাইট কোন বলের কারনে ঘুরতে থাকে?

উ: মাধ্যাকর্ষণ বল

৯৯। একক ভরের কোনো বস্তুর ওজন বিষুবীয় অঞ্চলে কত?

৯.৭৯ নিউটন///৯.৭৮ নিউটন///৯.৮১ নিউটন///৯.৮৩ নিউটন

১০০। মানবদেহের হাড় ও দাঁত গঠন এবং ফসফোলিপিড তৈরি করে কোন খনিজ লবণ?

উ: ফসফরাস

 

..............................................................................................................

শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে বিসিএস প্রিলি কোর্সের ফি সংশোধন: নতুন ফি ৫০০ টাকা

  • ভর্তির শেষ তারিখ: ১৫ জানুয়ারি
  • কোর্স শুরু: ২০ জানুয়ারি (প্রথম ব্যাচ)
  • কোর্সের মেয়াদ: ৪ মাস (১২০ দিন)
  • ভর্তি ফি: ৫০০ টাকা

স্টাডিপ্রেসের শিক্ষার্থীদের অসংখ্য অনুরোধে ৩৮তম বিসিএস প্রিলি কোর্সের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের একেবারে নাগালের মধ্যে রেখেই নতুন ফি নির্ধারণ করা হয়েছে। চার মাসের কোর্সটিতে অংশ নিতে পারবেন মাত্র ৫০০ টাকায়।   

কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।

৩৮তম বিসিএস প্রিলি কোর্স:

১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।

২। নিয়মিত মডেল টেস্ট।

৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।

৪। মিসটেক ও রিভিউ লিস্ট।

৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।

৬। ২৪/৭ সাপোর্ট।

৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।

৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।

৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।

১০। প্রতিদিন বাংলা থেকে (সম্পাদকীয়) ইংরেজি অনুবাদ।

 

****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।

StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

 

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(01917-777021)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।