Studypress News
PSC EXECUTIVE OFFICER MCQ EXAM 2016: QUESTION AND SOLUTIO
28 Jun 2016
১। কোন সংখ্যার ৩৭% হ্রাস পেলে ৩/৮ হয় ?
২৫/৪২
২। পরপর দুইটি পুর্ন সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের পার্থক্য হবে ৫৩
২৬, ২৭
৩। তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল ৫৭। মধ্যম সংখ্যাটি কত?
১৯
৪। দুইটি সংখ্যার অন্তর ১২। বড়টির সঙ্গে ১ যোগ করলে ছোটটির দ্বিগুণ হয় । সংখ্যা দুইটি কত?
২৫, ১৩
৫। কত জনের মধ্যে ১২৫ টি কমলা ও ১৪৫ টি কলা সমানভাবে ভাগ করে দেয়া যায়?
৫ জন
৬। দুইটি সংখ্যার অনুপাত ৫ ঃ৬ এবং তাদের গসাগু ৪ হলে লসাগু কত?
২০০///২২৪///২৪০///২৪৮
৭। ৯০ কোন সংখ্যার ৭৫%?
১২০
৮। ৩, ৯, ৪ এর ৪র্থ সমানুপাতিক কত?
১২///১৬///১৮///২০
৯। ক্রয়মুল্য ঃ বিক্রয়মুল্য = ৫ঃ৬, লাভ কত?
২০%
১০। x4 – 3x – 2 কে x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে?
1///2///3///4
১১। bc/(a-b)(a-c) + ca/(b-c)(b-a) + ab/(c-a)(c-b) = ?
0///1///a+b+c/// -1
১২। log264 + log28 এর মান কত?
9
১৩। সকল নেটওয়ার্কের জননী কোনটি?
ইন্টারনেট
১৪। ক্যান্সার চিকিতসায় কোনটি ব্যবহার করা হয়?
কেমোথেরাপি
১৫। টমেটোতে কোন এসিড থাকে?
ম্যালিক এসিড
১৬। a/b + b/a = 6 হলে a2/b2 + b2/ a2 + 2 এর মান কত?
36
১৭। log53√5 = ?
1/3
১৮। A = 30o হলে 2tanA/tan2A = ?
2√3
১৯। 9x+2 = 81 হলে x = ?
0
২০। ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কি হিসাবে?
উ: চুম্বক হিসাবে
২১। টিউব লাইটে সাধারণত কোন গ্যাস ব্যবহার করা হয়?
উ: নাইট্রোজেন
২২। কোনটি সোয়ানফ্লু-এর ভাইরাস?
উ: H1N1
২৩। 0.01*0.01=?
উ: 0.0001
২৪।সমকোণী ত্রিভুজের কোনটি বৃহত্তম বাহু?
উ: অতিভুজ
২৫। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
উ: (√3)a^2/4
২৬। বাংলাদেশের কোন অঞ্চলের ভূমি উঁচু?
২৭। বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের নিজস্ব বর্ণমালা ও ভাষা আছে?
উ: চাকমা
২৮। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
উ: বুড়িগঙ্গা
২৯। বাংলার প্রথম রাজা কে ছিলেন?
উ: শশাঙ্ক
৩০। ছয়-দফা কর্মসূচী ঘোষণা করেন-
উ: শেখ মুজিবুর রহমান
৩১। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক-
উ: রাষ্ট্রপতি
৩২। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের সেক্টরের সংখ্যা ছিল-
উ: ১১টি
৩৩। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন-
উ: সৈয়দ নজরুল ইসলাম
৩৪। ঢাকা কলকাতা ট্রেন সার্ভিসের নাম-
উ: মৈত্রী
৩৫। মুক্তিযুদ্ধ জাদুঘরের অবস্থান ঢাকার-
উ: সেগুনবাগিচা
৩৬। বাংলাদেশে মশলা গবেষণা কেন্দ্রের অবস্থান-
উ: বগুড়া
৩৭। আফ্রিকার কোন দেশে বাংলাকে বিশেষ মর্যাদা দেয়া হয়েছে?
উ: সিয়েরালিওন
৩৮। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন ২০১৬ এর-
উ: নভেম্বর
৩৯। ভারতের উপরাষ্ট্রপতি-
উ: হামিদ আনসারী
৪০। সূর্যের নিকটতম গ্রহ কোনটি?
উ: বুধ
৪১। কুয়েতের রাজধানী-
উ: কুয়েত
৪২। ILO-এর সদর দফতর-
জেনেভা
৪৩। মালয়েশিয়ার মুদ্রার নাম-
উ: রিংগিত
৪৪। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট-
উ: সিরিসেনা
৪৫। T-20 বিশ্বকাপ ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়-
উ: ভারতে
৪৬। ২০১৬ সালে এশিয়া কাপ বিজয়ী দেশ কোনটি?
উ: ভারত
৪৭। বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ কোনটি?
উ: ভ্যাটিক্যান সিটি
৪৮। ইউরোপীয় ইউনিয়নের সদর দফতর কোথায়?
উ: ব্রাসেলস
৪৯। আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ কি?
উ: বায়ুপ্রবাহ
৫০। জাতিসংঘের পতাকায় কোন দুটি রং আছে?
উ: নীল ও সাদা
৫১। চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন-
উ: কাহ্ণপা
৫২। Epic শব্দের পরিভাষা কী?
উ: মহাকাব্য
৫৩। ‘আফতাব’ শব্দের সমার্থক কোনটি?
উ: অর্ক
৫৪। বাংলা লিপির উৎস-
উ: ব্রাক্ষ্মী লিপি
৫৫। ইনকিলাব শব্দের অর্থ-
উ: বিপ্লব
৫৬। কোন বানানটি শুদ্ধ?
উ: বিভীষিকা
৫৭। ‘চাচা কাহিনী’-গ্রন্থের লেখক-
উ: সৈয়দ মুজতবা আলী
৫৮। বাংলা সাহিত্যের মধ্য যুগ কোনটি?
উ: ১২০১-১৮০০
৫৯। খনার খ্যাতির কারণ-
উ: বচন
৬০। ‘শশাঙ্ক’ শব্দের সন্ধি-বিচ্ছেদ-
উ: শশ+অঙ্ক
৬১। কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক নয়?
উ: ইবলিশ
৬২। ‘সে নাকি আসবে না’-এ বাক্যে না অব্যয়টি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উ: সংশয়
৬৩। পোস্টাল কোড কী নির্দেশ করে?
উ: পোস্ট অফিসের নম্বর
৬৪। “বাজার শেষ করে বাড়ি”-বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে?
উ: আকাঙ্ক্ষা
৬৫। ধাতু চিহ্ণ বোঝাতে কোন চিহ্ণ ব্যবহৃত হয়?
উ:√
৬৬। জন্ডিস ও বিবিধ বেলুন কোন ধরনের রচনা?
উ: নাটক
৬৭। কোনটিতে বিরামচিহ্ণ যথাযথভাবে ব্যবহৃত হয়নি?
উ: চট্টগ্রাম, ২৬ মার্চ ১৯৭১
৬৮। ‘কর্মে ক্লান্তি নাই যাহার’-এক কথায় প্রকাশ-
উ: অক্লান্ত কর্মী
৬৯। ...... চরিত্রটি মধ্যযুগের কোন কাব্যে পাওয়া যায়?
৭০। কোন দুটি যৌগিক বর্ণ?
উ: ঐ,ঔ
৭১। ব্যয় করতে কুন্ঠাবোধ করেন যিনি-
উ: ব্যয় কুন্ঠ
৭২। ‘সঞ্চিতা’ কোন কবির কাব্য সংকলন?
উ: কাজী নজরুল ইসলাম
৭৩। বীরবল কার ছদ্মনাম?
উ: প্রমথ চৌধুরী
৭৪। প্র, পরা-কোন ধরনের উপসর্গ?
উ: সংস্কৃত
৭৫। ‘মৃত্যুক্ষুধা’ গ্রন্থের রচয়িতা-
উ: কাজী নজরুল ইসলাম
76. fill in the blank: She is fond of ______ to music.
listening
77. choose the direct speech of the sentence: She told me to stand up.
She said, “Do stand up.” ///she said to me, “stand up.” ///she told, “Stand up.” ///she said me, “Stand up.”
78. Which is the correct sentence?
This is a true///this is true fact///this is fact///this is a fact
79. the antonym of the word, ‘baddy’?
well///evil///satanic///goody
80. class : student –
Team : player
81. ‘vice versa’ refer to –
the terms being exchanged
82. fill in the blanks: she aspires ____ a scientific career.
to
83. ‘procession’ is a _____ term.
political
84. choose the correct sentence.
though he is strong, he is lazy
85. “when wisdom brings no profit
To be wise is to suffer,” is taken from –
king Oedipus
86. ‘RAM’ means –
Random access memory
87. fill in the blanks : Turjo _____ the tree with an axe.
Cut down
88. He advised me _______ smoking.
to give up
89. five miles ________ a long distance.
is
90. ‘hamlet’ is written by –
William Shakespear
91. I wish –
I were a magician
92. ‘Quorum’ fits best with the meaning.
Required number
93. what is the adjective of the word ‘tax’?
taxable
94. ‘whom did she accuse?’ choose the right passive voice.
Who was accused by her?
95. which one is correct?
here he comes
96. The latin expression ‘i.e’ stands for –
Id est
97. Come on, it’s time to go home. Here ‘home’ is a/an –
noun
98. ‘A mental illness in which somebody has a strong desire, which they cannot control to steal things’ is expressed by –
kleptemania
99. It’s time you _______ your mistakes.
realise
100. ‘out and out’ means -
whole heartedly
..............................................................................................................
শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে বিসিএস প্রিলি কোর্সের ফি সংশোধন: নতুন ফি ৫০০ টাকা
- ভর্তির শেষ তারিখ: ১৫ জানুয়ারি
- কোর্স শুরু: ২০ জানুয়ারি (প্রথম ব্যাচ)
- কোর্সের মেয়াদ: ৪ মাস (১২০ দিন)
- ভর্তি ফি: ৫০০ টাকা
স্টাডিপ্রেসের শিক্ষার্থীদের অসংখ্য অনুরোধে ৩৮তম বিসিএস প্রিলি কোর্সের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের একেবারে নাগালের মধ্যে রেখেই নতুন ফি নির্ধারণ করা হয়েছে। চার মাসের কোর্সটিতে অংশ নিতে পারবেন মাত্র ৫০০ টাকায়।
কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।
৩৮তম বিসিএস প্রিলি কোর্স:
১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।
২। নিয়মিত মডেল টেস্ট।
৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।
৪। মিসটেক ও রিভিউ লিস্ট।
৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।
৬। ২৪/৭ সাপোর্ট।
৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।
৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।
৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।
১০। প্রতিদিন বাংলা থেকে (সম্পাদকীয়) ইংরেজি অনুবাদ।
****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(01917-777021)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।