Studypress News
কোপা আমেরিকা কাপ-২০১৬ : চ্যাম্পিয়ন চিলি
27 Jun 2016
নির্ধারিত আর অতিরিক্ত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা জিতলো চিলি।
অনেকের বিবেচনাতেই সর্বকালের সেরা দুই খেলোয়াড় পেলে আর দিয়েগো মারাদোনা কোপা আমেরিকা জিততে পারেননি। মেসির সুযোগ ছিল তাদেরকে ছাড়িয়ে যাওয়ার। ব্যর্থতার জন্য এখন নিজেকেই দায়ী করতে হবে বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ডের। টাইব্রেকারে আর্জেন্টিনার প্রথম শটে গোল করতে পারেননি অধিনায়ক। পরে চিলি গোলরক্ষক ক্লাওদিও ব্রাভো ঠেকিয়ে দেন লুকাস বিগলিয়ার শট।
যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার শতবর্ষ উপলক্ষে আয়োজিত বিশেষ এই টুর্নামেন্টে ফাইনালের আগে ৫ ম্যাচে আর্জেন্টিনা করেছিল ১৮ গোল, চিলি ১৬। তবে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার সকালের ফাইনালে জ্বলে উঠতে পারেনি কোনো দলেরই আক্রমণভাগ।
২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হারের পর গত বছরের কোপা আমেরিকার ফাইনালে টাইব্রেকারে হার। টানা তৃতীয় ফাইনালেও একই ফল জেরার্দো মার্তিনোর দলের জন্য। সেই ১৯৯৩ সালে এই কোপা আমেরিকাতেই শেষবার বড় কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। তার পর থেকে কেবল অপেক্ষাতেই আছে আর্জেন্টিনা।