Studypress News

ইইউ ছাড়ার পক্ষে যুক্তরাজ্যের মানুষ, পদত্যাগ করবেন ক্যামেরন

24 Jun 2016

ইউরোপিয় ইউনিয়ন ছেড়ে বেরিয়ে আসার পক্ষেই ব্রিটেনের অধিকাংশ মানুষ। বৃহস্পতিবার সেখানে গণভোট নেওয়া হয়েছে। শুক্রবার তার ফল প্রকাশ করা হল। ইউরোপিয় ইউনিয়ন ছেড়ে বেরিয়ে যাওয়ার পক্ষে অর্থাৎ ব্রেক্সিট-এর পক্ষে ভোট দিয়েছেন দেশের ৫১.৯ শতাংশ মানুষ। অন্যদিকে ইউনিয়নে থেকে যাওয়ার পক্ষে মত দিয়েছেন ৪৮.১ শতাংশ মানুষ। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাবার ফলাফল আসার পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।গণভোটের ফলাফল প্রকাশিত হবার পর ১০নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে এক বিবৃতিতে এ ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তবে এজন্য তিনমাস সময় নিয়েছেন মি: ক্যামেরন।