Studypress News
বাংলাদেশে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ বিদেশি বিনিয়োগ
23 Jun 2016
গত বছর দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ২২৩ কোটি ডলারের সরাসরি বৈদেশিক বিনিয়োগ (Foreign Direct Investment: FDI) এসেছে বাংলাদেশে। দেশের ইতিহাসে এটিই সর্বোচ্চ এফডিআই। দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ ৪ হাজার ৪২০ কোটি ৮০ লাখ ডলার এফডিআই এসেছে ভারতে। ২০১৪ সালে বাংলাদেশে এফডিআইয়ের পরিমাণ ছিল ১৫৫ কোটি ১০ লাখ ডলার। গত বছর সেটি ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ২২৩ কোটি ৫০ লাখ ডলার হয়। ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের (আঙ্কটাড) ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট (ডব্লিউআইআর) বা বৈশ্বিক বিনিয়োগ প্রতিবেদন ২০১৬-তে এসব তথ্য উঠে এসেছে। এদিকে, ২০১৫ সালে সারা বিশ্বে ১ দশমিক ৭৬ ট্রিলিয়ন মার্কিন ডলার (এক লাখ কোটি ডলারে এক ট্রিলিয়ন ডলার) এফডিআই এসেছে।