Studypress News

প্রবাসীদের জন্য সবচেয়ে ব্যয়বহুল শহর হংকং

23 Jun 2016

প্রবাসীদের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে হংকং। তালিকায় সবচেয়ে কম খরচের শহরের স্থানে রয়েছে নামিবিয়ার রাজধানী উইন্ডহোয়েক। শহরটির অবস্থান ২০৯তম।পরামর্শক প্রতিষ্ঠান মার্সার বার্ষিক জরিপে এই তথ্য জানানো হয়।

তিন বছর ধরে প্রবাসীদের জন্য সবচেয়ে ব্যয়বহুল শহরের স্থানটি দখল করে রেখেছিল অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডা। হংকংয়ের ডলারের শক্তিশালী অবস্থানের কারণে এশিয়ার এই শহরের কাছে লুয়ান্ডাকে শীর্ষ স্থান হারাতে হয়েছে। দ্বিতীয় স্থানে আছে লুয়ান্ডা। জুরিখ তৃতীয়, সিঙ্গাপুর চতুর্থ, টোকিও পঞ্চম স্থানে আছে। জরিপটিতে বিশ্বের দুই শর বেশি শহর অন্তর্ভুক্ত করা হয়। জরিপে খাদ্য, বাসস্থান, পরিবহন, বিনোদনসহ দুই শরও বেশি বিষয় পর্যালোচনা করা হয়েছে।