Studypress News

গেটস দম্পতির পদ্মভূষণ পুরস্কার লাভ

06 Jan 2015

সামাজিক কর্মকাণ্ডে অবদানের জন্য ভারতের পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটস।এই দম্পতি ২০০০ সালে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। বিশ্বের খাদ্য, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রের নানা সমস্যা দূর করার জন্য কাজ করে আসছে সংগঠনটি। বিল ও মেলিন্ডা গেটসের নেতৃত্বে এসব কাজ পরিচালিত হওয়ায় পদ্মভূষণ পুরস্কারের তালিকায় উঠে এসেছে এই দম্পতির নাম।একই পুরস্কার পেয়েছেন বিজিপির জ্যৈষ্ঠ নেতা এলকে আদভানি, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল, অভিনেতা অমিভাত বচ্চন, আসামের চলচ্চিত্র পরিচালক জহ্নু বড়ুয়া, লেখক স্বপন দাশগুপ্ত, সাংবাদিক রজত শর্মা, কুস্তি প্রশিক্ষক শ্রী সতপাল প্রমুখ।

এ বছর বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৯ জনকে পদ্মবিভূষণ, ২০ জনকে পদ্মভূষণ ও ৭৫ জনকে পদ্মশ্রী পেয়েছেন। এর মধ্যে ব্যবসা-বাণিজ্যে অবদানের জন্য কারিম আল হোসাইন আগা খান দেশটির দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্ম বিভূষণ পেয়েছেন। একই ক্ষেত্রে অবদানের জন্য পদ্মশ্রী পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান অর্থনীতিবিদ নান্দ্রাজান রাই চ্যাট্টি