Studypress News
বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
16 Jun 2016
বুধবার দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড হয় বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় গ্রিডে ৮ হাজার ৭৭৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হওয়ায় বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে। গত ৯ এপ্রিলে বিদ্যুৎ উৎপাদন আট হাজার ৩৪৮ মেগাওয়াটে উন্নীত করে রেকর্ড গড়ে বাংলাদেশ। পিডিবির হিসাব অনুযায়ী, ২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর গত সাত বছরে বিদ্যুৎ উৎপাদন দ্বিগুণেরও বেশি হয়েছে। ২০০৮ সালে দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ৪ হাজার ৩৬ মেগাওয়াট।