Studypress News
বিশ্বের প্রথম দেশ হিসেবে আর বন উজাড় না করার ঘোষণা নরওয়ের
16 Jun 2016
বিশ্বের প্রথম দেশ হিসেবে আর বন উজাড় না করার ঘোষণা দিয়েছে নরওয়ে। নরওয়ের সংসদ সম্প্রতি বন উজাড় না করার আদেশ দিয়েছে। এই আদেশের ফলে এখন থেকে নরওয়েতে কেউ আর গাছ কাটতে পারবে না। ২০১৪ সালে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে জার্মানি এবং যুক্তরাজ্যের সঙ্গে একটি যৌথ ঘোষণাপত্র প্রকাশ করে নরওয়ে। ওই ঘোষণাপত্রে বন উজাড় বন্ধে এবং প্রকৃতিজাত খাদ্যশস্যে ব্যবহার শতভাগ নিশ্চিত করার কথা বলা হয়।