Studypress News
ভারত এই প্রথম নিজেদের তৈরি স্পেস শাটল মহাকাশে পাঠালো
15 Jun 2016
ভারত প্রথমবারের মতো সফলতার সঙ্গে নিজেদের তৈরি স্পেস শাটল মহাকাশে পাঠিয়ে আবার ফিরিয়ে আনল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)।
অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা থেকে সোমবার সকাল ৭টায় রওনা দিয়ে ৭০ কিলোমিটার উপরে পৌঁছে, সফলভাবে বঙ্গোপসাগরে নেমে আসে এ মহাকাশ ফেরি। এর নাম ‘রি-ইউজেবল লঞ্চ ভেহিক্ল-টেকনোলজি ডেমনস্ট্রেটর’ (আরএলভি-টিডি)।
এর মধ্য দিয়ে এই প্রথম মহাকাশ থেকে ফিরিয়ে আনার মতো মহাকাশযান তৈরিতে সফল হল ভারত। মানুষবিহীন ছোট্ট এ মহাকাশযানটি অনেকটা বিমানের মতো দেখতে। এর ডানা রয়েছে।
মহাকাশ থেকে স্পেস শাট্ল ফিরিয়ে আনা সম্ভব কি না তা পরখ করতেই এটি উৎক্ষেপণ করে ইসরো। এ ধরনের স্পেস শাটল থাকলে মহাকাশে কোনও উপগ্রহ পাঠাতে প্রতিবার নতুন মহাকাশযান তৈরির দরকার পড়বে না। বারবার এ যানই মহাকাশে গিয়ে প্রয়োজনীয় কাজ সেরে ফিরে আসবে।
২০১১ সাল থেকে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা স্পেস শাটল প্রকল্প বন্ধ করে দেয়।
তারপর থেকে বিকল্প পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান নির্মাণ নিয়ে আন্তর্জাতিক বিশ্বে প্রতিযোগিতা শুরু হয়ে যায়।
এক দশকের মধ্যে তারা একটি পরিপূর্ণ পুনর্ব্যবহারযোগ্য শাটল মহাকাশে প্রেরণ করতে সক্ষম হবে বলে আশা করছে ভারত।