Studypress News

জীবনযাত্রার ব্যায়ের দিকে শীর্ষে সুইজারল্যান্ড।

22 Jun 2015

সবচেয়ে কম জীবনযাত্রার ব্যয়ের দিক থেকে প্রথম হচ্ছে ভারত এবং সবচেয়ে বেশি সুইজারল্যান্ড। জীবনযাত্রার ব্যয়ের ওপর বিশ্বব্যাপী পরিচালিত বিশ্বব্যাংকের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের মাছ, মাংস, রুটি, চাল, ডিম, ফলমূল, সবজি ও এলকোহলের মূল্য, পরিবহন ভাড়া, নিত্যপণ্য, রেস্তোরাঁ ব্যয়, স্থানীয় ক্রয়ক্ষমতা, ইন্টারনেট ব্যয়, পানির মূল্য ইত্যাদির ওপর ভিত্তি করে বিশ্বব্যাংক এ প্রতিবেদন তৈরি করেছে। বিশ্বের ১১৯টি দেশের মানুষের জীবনযাত্রার ব্যয়ের ওপর এ রিপোর্ট তৈরি করা হয়। তবে সবচেয়ে বেশি জীবনযাত্রার ব্যয়ের দিক থেকে প্রথম ১৫টি দেশের মধ্যে প্রথম থেকে ১৫তম দেশের মধ্যে পর্যায়ক্রমে রয়েছে সুইজারল্যান্ড, নরওয়ে, ভেনিজুয়েলা, আইসল্যান্ড, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, কুয়েত, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, ফিনল্যান্ড, ফ্রান্স ও বেলজিয়াম। সবচেয়ে কম জীবনযাত্রার ব্যয়ের প্রথম ১৫টি দেশের মধ্যে রয়েছে যথাক্রমে ভারত, নেপাল, পাকিস্তান, তিউনিসিয়া, আলজেরিয়া, মালদোবা, মিসর, মেসিডোনিয়া, সিরিয়া, কলোম্বিয়া, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, জর্জিয়া, মরক্কো ও ফিলিপাইন।