Studypress News
১৪ জুন: বিশ্ব রক্তদাতা দিবস
14 Jun 2016
আজ বিশ্ব রক্তদাতা দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য ,রক্ত আমাদের সংযুক্ত করে।
# রক্তদানকে উৎসাহ দেওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই দিনটি উদযাপন করে।
# ২০০৪ সালে প্রথমবারের মতো পালিত হয় বিশ্ব রক্তদাতা দিবস।
# নোবেল বিজয়ী অস্ট্রিযান বংশোদ্ভূত জীববিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার ১৮৬৮ সালের ১৪ জুন জন্মগ্রহণ করেন। এই চিকিৎসক রক্তের গ্রুপ এ, বি, ও ও পোলিও ভাইরাস আবিষ্কার করেন। তাঁকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে ১৪ জুন উদযাপন করা হয় বিশ্ব রক্তদাতা দিবস।