Studypress News
থর: বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড প্লেন
10 Jun 2016

বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড এয়ারক্রাফট থর। ক্ষুদে এই প্লেনটি চলতি সপ্তাহে বার্লিন এয়ারশোতে প্রদর্শন করা হয়েছে। এয়ারবাস কোম্পানির বিস্ময়কর এই সৃষ্টিই এখন বিশ্বের সর্বপ্রথম থ্রিডি প্রিন্টেড উড়োজাহাজ। থরের সবকিছু পলিএমাইড নামক উপাদান থেকে থ্রিডি প্রিন্টারে তৈরি। তবে শুধু এর বৈদ্যুতিক উপাদানগুলো আলাদা যোগ করা হয়েছে। জানালাবিহীন উড়োজাহাজটির ওজন সাকুল্যে ২১ কেজি (৪৬ পাউন্ড)) এবং লম্বায় ৪ মিটারেরও কম (১৩ ফিট)। ড্রোন টাইপের এই বাহনটির থর (টিএইচওআর) নামটি রাখা হয়েছে ‘টেস্ট অব হাই-টেক অবজেকটিভস ইন রিয়েলিটি’ কথাটির আদ্যাক্ষর থেকে।
Important News

Highlight of the week
