Studypress News
চার নতুন মৌলের নামকরণ
10 Jun 2016
নতুন যে রাসায়নিক মৌলগুলোর সংযোজন ঘটছে পর্যায় সারণীতে, তাদের পরমাণুর কেন্দ্রস্থলে প্রোটন রয়েছে যথাক্রমে ১১৩, ১১৪, ১১৫, ১১৭ এবং ১১৮টি। তার মধ্যে ‘ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লায়েড কেমিস্ট্রি’ (আইইউপিএসি) গত বুধবার ৪টি মৌলের নামকরণ করেছে। বাকি একটি মৌলের নামকরণ এখনও করা হয়নি। নতুন যে মৌলগুলোর নামকরণ করা হয়েছে, তার মধ্যে রয়েছে- ‘নিহোনিয়াম’ (Nh-১১৩), ‘মস্কোভিয়াম’ (Mc-১১৫), ‘টেনেসাইন’ (Ts-১১৭), ‘ওগানেসান’ (Og-১১৮)। তবে যার প্রোটন সংখ্যা ১১৪, সেটির এখনও নামকরণ করা হয়নি।
# ১৮৬৯ সালে মেন্ডেলিভ যখন প্রথম পর্যায় সারণী বানিয়েছিলেন, তখন তিনি রাসায়নিক মৌলগুলোকে সাজিয়েছিলেন একের পর এক বেড়ে চলা পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে।
# পরে কোনও পরমাণুর কেন্দ্রস্থলে (নিউক্সিয়াস) কতগুলো আধানযুক্ত কণিকা (প্রোটন) রয়েছে, তারই ভিত্তিতে সাজানো হতে থাকে পর্যায় সারণী।