Studypress News
বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর এখন দুবাই
20 Jun 2015
এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনাল বলছে, লন্ডনের হিথরো এয়ারপোর্টকে হটিয়ে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর এখন দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দুবাই এয়ারপোর্ট দিয়ে গত ১১ মাসে সবচেয়ে বেশি আন্তর্জাতিক যাত্রী যাতায়াত করেছে। খবর গার্ডিয়ান।এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনালের তথ্যানুসারে, ডিসেম্বরের ২২ তারিখ পর্যন্ত দুবাই ইন্টারন্যাশনাল দিয়ে যাতায়াত করেছে মোট ৬ কোটি ৮৯ লাখ যাত্রী। অন্যদিকে হিথরো দিয়ে যাতায়াতকারী যাত্রীর সংখ্যা ৬ কোটি ৭৮ লাখ। হিথরোর যাত্রী কমার অন্যতম কারণ রাশিয়া সংকট। রাশিয়া সংকটের কারণে গুরুত্বপূর্ণ এ গন্তব্যে এয়ারপোর্টটির যাত্রী যাতায়াত শ্লথ ছিল।চলতি বছর সংস্কারকাজের কারণে ৮০ দিনের জন্য মাত্র একটি রানওয়ে ব্যবহার উপযোগী থাকলেও দুবাইয়ের যাত্রী যাতায়াত কমেনি। তবে সংস্কার চলাকালীন এয়ারপোর্টটির ফ্লাইট সংখ্যা সাময়িকভাবে কমেছিল।