Studypress News

৮ জুন: বিশ্ব মহাসাগর দিবস

09 Jun 2016

গতকাল বিশ্বজুড়ে পালিত হয়েছে বিশ্ব মহাসাগর দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য স্বাস্থ্যকর মহাসাগর, সুস্থ গ্রহ (Healthy oceans, healthy planet.)। ২০০৯ সাল থেকে ৮ জুনকে বিশ্ব মহাসাগর দিবস হিসেবে পালন করা হয়।

কেন বিশ্ব মহাসাগর দিবস পালন করা হয়:

# প্রত্যেককে প্রাত্যহিক জীবনে মহাসাগরের অবদান স্মরণ করিয়ে দেয়া। তারা আমাদের গ্রহের ফুসফুস, আমাদের যে অক্সিজেন দরকার তার অধিকাংশই মহাসাগর থেকে আসে।

# মহাসাগরের ওপর মনুষ্যকর্মের প্রভাব মানুষজনকে জানানো।

# একসাথে মহাসাগরের সৌন্দর্য, প্রাচুর্য উদযাপন করা।

ইতিহাস

১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত ধরিত্রী সম্মেলনে একদল কানাডিয়ান প্রতিনিধি আন্তর্জাতিকভাবে এ দিবসটি পালনের প্রস্তাব উত্থাপন করেন। এর পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের ডিসেম্বরে জাতিসংঘ দিবসটিকে আন্তর্জাতিকভাবে পালনের ঘোষণা দেয়।