Studypress News
বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকা: ৩৬ নম্বরে শেখ হাসিনা
07 Jun 2016
সোমবার প্রকাশিত হয় মার্কিন সাময়িকী ফোর্বস ম্যাগাজিনের করা বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর এ বছরের তালিকা। আরও উপেরের দিকে উঠে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বছরের তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর অবস্থান ৩৬তম স্থানে। গতবার ছিলেন ৫৯তম স্থানে।
# তালিকায় এবারও বিশ্বের শীর্ষ ক্ষমতাধর নারী জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।
# দ্বিতীয় অবস্থানে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
# তৃতীয় স্থানে উঠে এসেছেন গতবার চতুর্থ স্থানে থাকা যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের চেয়ার জ্যানেট ইয়েলেন।
# মাইক্রোসফটের মালিক বিল গেইটসের স্ত্রী মেলিন্ডা গেইটস এবার একধাপ পিছিয়ে রয়েছেন চতুর্থ অবস্থানে।
# সবচেয়ে বেশি বয়সী নারী হিসেবে তালিকায় স্থান করে নিয়েছেন যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ। ৯০ বছর বয়সী রানির অবস্থান ২৯তম। গতবার তার অবস্থান ছিল ৪১তম।