Studypress News
পৃথিবীর ১০০টি ব্যস্ততম সমুদ্রবন্দর
07 Jan 2015
লন্ডনভিত্তিক সমুদ্র সংক্রান্ত পত্রিকা লয়েডস-এর পৃথিবীর ১০০টি ব্যস্ততম সমুদ্রবন্দরের তালিকায় এক বছরে চার ধাপ এগিয়ে দেশের প্রধান সামুদ্রিক বন্দর চট্টগ্রাম বন্দরের অবস্থান এখন ৮৬। বাংলাদেশের নৌভিত্তিক বাণিজ্যের ৯০ শতাংশই নিয়ন্ত্রণ করে এ বন্দরটি। ২০১৩ সালে এর অবস্থান ছিল ৯০। বিশ্বের সমুদ্রবন্দরগুলোর কার্যক্রমের ওপর ভিত্তি করে প্রতিবছর ব্যস্ততম ১০০ সমুদ্রবন্দরের তালিকা তৈরি করে লন্ডন ভিত্তিক পত্রিকা লয়েডস। সর্বশেষ ২০১৪ সালের শেষের দিকে প্রকাশিত পত্রিকাটির প্রতিবেদনে ব্যস্ততম সমুদ্রবন্দরের তালিকায় প্রথম স্থান দখল করেছে চীনের সাংহাই সমুদ্র বন্দর। এরপর আছে- সিঙ্গাপুর (সিঙ্গাপুর), সিনজেন (চীন), হংকং (চীন) বুসান (দক্ষিণ কোরিয়া), নিংবো (চীন), কুইংডাও (চীন), গুয়াংজিহো (চীন), দুবাই (আরব আমিরাত)। তালিকায় ৮৬ নম্বরে থাকা চট্টগ্রাম সমুদ্রবন্দরের পরে আছে গুয়াকুইট (ইকুয়েডর), ব্যাংকক (থাইল্যান্ড), আলেকজান্দ্রিয়া (মিশর)। ১০০তম অবস্থানে আছে চীনের শান্তু সমুদ্রবন্দর।