Studypress News
চলে গেলেন সাবেক মিস্টার ইউনিভার্স মনোহর আইচ
06 Jun 2016
চলে গেলেন ভারতের সাবেক মিস্টার ইউনিভার্স এবং এশিয়ান গেমসে তিন বারের বডি বিল্ডিং চ্যাম্পিয়ন মনোহর আইচ। গতকাল রবিবার (৫ জুন, ২০১৬) মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৪ বছর।
# মনোহর আইচের জন্ম ১৯১৩ সালের ১৭ মার্চ বাংলাদেশের কুমিল্লা জেলায়।
# তাঁর উচ্চতা ছিল ৪ ফুট ১১ ইঞ্চি। এই ছোট দৈর্ঘ্যের কারণে তাঁকে 'পকেট হারকিউলিস' নামেও ডাকা হতো।
# মনোহর আইচ ১৯৫২ সালে প্রথম বাঙালি বডিবিল্ডার হিসাবে ‘মিস্টার ইউনিভার্স’ খেতাব জয় করেন।
# ১৯৫০ সালে মাত্র ৩৬ বয়সে ‘মিস্টার হারকিউলিস’ খেতাব জেতেন।