Studypress News
ফ্রেঞ্চ ওপেন ২০১৬: পুরুষ এককে জকোভিচ ও নারী এককে মুগুরজা চ্যাম্পিয়ন
06 Jun 2016
প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেনের (টেনিস) শিরোপা জিতেছেন নোভাক জকোভিচ। সার্বিয়ান তারকা ফাইনালে হারিয়েছেন ব্রিটেনের অ্যান্ডি মারেকে। জকোভিচ ম্যাচ জেতেন ৩-৬, ৬-১, ৬-২, ৬-৪ গেমে। এটি নোভাক জকোভিচের ১২তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। অন্যদিকে, নারীদের এককে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে শিরোপা জিতেছেন স্পেনের গ্যাবরিনে মুগুরুজা।