Studypress News
কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: ১ জুন-৫ জুন, ২০১৬
06 Jun 2016

১) প্রস্তাবিত জাতীয় বাজেট ২০১৬-১৭ এর আকার কত?
ক) ৩ লাখ ৩০ হাজার ৬০৫ কোটি খ) ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা
গ) ৩ লাখ ২০ হাজার ৬০৫ কোটি টাকা ঘ) ৩ লাখ ১০ হাজার ৬০৫ কোটি টাকা
২) প্রস্তাবিত জাতীয় বাজেট ২০১৬-১৭ এ কোন খাতে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে?
ক) শিক্ষা ও প্রযুক্তি খ) জনপ্রশাসন গ) সুদ ঘ) পরিবহন ও যোগাযোগ
৩) কোপা আমেরিকা ফুটবলের শততম আসরের আযোজক কোন দেশ?
ক) চিলি খ) ব্রাজিল ৩) উরুগুয়ে ৪) যুক্তরাষ্ট্র
৪) বঙ্গবন্ধু হাইটেক সিটি কোথায়?
ক) ঢাকায় খ) গাজীপুরে গ) চট্টগ্রামে ঘ) গোপালগঞ্জ
৫) মোহাম্মদ আলী কোন দেশের বক্সার ছিলেন?
ক) যুক্তরাষ্ট্র খ) যুক্তরাজ্য গ) সৌদি আরব ঘ) জার্মানি
৬) শতাব্দীর সেরা ক্রীড়াবিদ বলা হয় কাকে?
ক) পেলে খ) ম্যারাডোনা গ) মোহাম্মদ আলী ঘ) কোনটি নয়
৭) বিখ্যাত গোয়েন্দা চরিত্র কিরীটি রায়ের স্রষ্টা কে?
ক) সুনীল গঙ্গোপাধ্যায় খ) সত্যজিত রায় গ) রবীন্দ্রনাথ ঠাকুর ঘ) নীহাররঞ্জন গুপ্ত
৮) বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়?
ক) ৩ জুন খ) ৪ জুন গ) ৫ জুন ঘ) কোনটি নয়
৯) বৈশ্বিক দাসত্ব সূচক অনুসারে আধুনিক দাসের সংখ্যা কত?
ক) ৩৫ দশমিক ৮ মিলিয়ন খ) ৪৫ দশমিক ৮ মিলিয়ন গ) ২৫ দশমিক ৮ মিলিয়ন ঘ) ৫৫ দশমিক ৮ মিলিয়ন
১০) বিশ্বের সবচেয়ে প্রাচীন বৈশ্বিক ফুটবল টুর্নামেন্ট কোনটি?
ক) কোপা আমেরিকা খ) বিশ্বকাপ ফুটবল গ) ইউরো ঘ) এশিয়া কাপ
উ: ১।ক ২। ক ৩। ঘ ৪। খ ৫। ক ৬। গ ৭। ঘ ৮। গ ৯। ক ১০। ক
Important News

Highlight of the week
