Studypress News
বৈশ্বিক দাসত্ব সূচক ২০১৬: শীর্ষে উত্তর কোরিয়া
06 Jun 2016
সম্প্রতি প্রকাশিত হয় গ্লোবাল স্লেভারি ইনডেক্স ২০১৬। বিশ্বে আধুনিক দাসের সংখ্যা ৪৫ দশমিক ৮ মিলিয়ন, যাদের মধ্যে ১৫ লাখের বেশি বাংলাদেশিও রয়েছেন। অস্ট্রেলিয়াভিত্তিক মানবাধিকার সংস্থা ওয়াক ফ্রি ফাউন্ডেশন বৈশ্বিক দাসত্ব সূচক প্রকাশ করে।
# মোট জনসংখ্যার অনুপাত বিবেচনায় ১৬৭টি দেশের মধ্যে শীর্ষে রয়েছে উত্তর কোরিয়া। এরপর রয়েছে উজবেকিস্তান, কম্বোডিয়া, ভারত ও কাতার।
# বর্তমান বিশ্বে ৪৫ দশমিক ৮ মিলিয়ন মানুষ আধুনিক দাসত্বের শিকার।
# আধুনিক দাসত্বের অর্থ হচ্ছে হুমকি, সহিংসতা, ক্ষমতার অপব্যবহার অথবা প্রতারণার শিকার হওয়া সত্ত্বেও কোনো ব্যক্তি কাজ করতে বাধ্য হচ্ছে।
# বিশ্বের মধ্যে এশিয়াতেই আধুনিক দাসের সংখ্যা দুই-তৃতীয়াংশ। এশিয়ার পাঁচটি দেশের মধ্যে ভারতের অবস্থান প্রথমে। ভারতে আধুনিক দাসের সংখ্যা এক কোটি ৮৩ লাখ ৫০ হাজার। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন (৩৩ লাখ ৯০ হাজার), তৃতীয় স্থানে পাকিস্তান ( ২১ লাখ ৩০ হাজার), চতুর্থ অবস্থানে বাংলাদেশ, পঞ্চম অবস্থানে উজবেকিস্তান (১২ লাখ ৩০ হাজার)।