Studypress News
৩ জুন, ২০১৬ : শতাব্দীর সেরা ক্রীড়াবিদ মোহাম্মদ আলীর মৃত্যু
06 Jun 2016
আমেরিকান বক্সিং আইকন মোহাম্মদ আলী গত ৩ জুন মারা গেছেন। মৃত্যুকালে কিংবদন্তি এই বক্সারের বয়স হয়েছিল ৭৪ বছর। দীর্ঘ ৩২ বছর ধরে তিনি পার্কিনসন রোগে ভুগছিলেন। তিনবারের বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন তিনি (১৯৬৪, ১৯৭৪ ও ১৯৭৮)। শতাব্দীর সেরা ক্রীড়াবিদ বলা হয় তাঁকে। নাগরিক অধিকার আন্দোলনের জন্য বিশ্বব্যাপী তিনি পরিচিত ছিলেন। ১৯৭৮ সালে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে তিনি বাংলাদেশে এসেছিলেন। তাঁকে সে সময় বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব দিয়ে সম্মানিত করা হয়েছিল। ১৯৮১ সালে বক্সিংকে বিদায় জানান তিনি।
# ১৯৪২ সালের ১৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে জন্মগ্রহণ করেন তিনি। ইসলাম ধর্ম গ্রহণের আগে তাঁর নাম ছিল ক্যাসিয়াস ক্লে।
# ১২ বছর বয়সে আলীর বক্সিং ক্যারিয়ার শুরু হয়।
# ১৯৬৪ সালে মাত্র ২২ বছর বয়সে হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জেতেন আলী।
# ১৯৭১ সালের ৮ মার্চ ‘ফাইট অব দ্য সেঞ্চুরি’ নামে পরিচিত ম্যাচে পেশাদার ক্যারিয়ারে আলি প্রথম পরাজয়ের স্বাদ পান জো ফ্রেইজারের কাছে হারে।
# ১৯৭৫ সালে সুন্নী ইসলামে ধর্মান্তরিত হয়েছিলেন তিনি এবং তাঁর নাম পরিবর্তন করে রাখেন মোহাম্মদ আলী।
# ১৯৬৭ সালে ভিয়েতনামে যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশ নেওয়ার বিরোধিতা করে সমালোচনার মুখে পড়েন।মার্কিন সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকার করায় কেড়ে নেয়া হয় বিশ্বচ্যাম্পিয়নের খেতাব ও বক্সিং লাইসেন্স। তাকে পাঁচ বছরের কারাদণ্ডও দিয়েছিল আদালত তবে আপিলে তা নাকচ হয়ে যায়।
# তাঁর ডাকনাম ছিল দ্য গ্রেটেস্ট।
# তাঁর লেখা কয়েকটি বই বেস্ট সেলারের তালিকায় ছিল। সর্বাধিক জনপ্রিয় বইয়ের নাম, ‘দ্য গ্রেটেস্ট: মাই ওউন স্টোরি অ্যান্ড দ্য সোল অব আ বাটারফ্লাই।
# স্পোর্টস ইলাস্ট্রাটেড তাঁকে সম্মানিত করেছিল গত শতাব্দীর সেরা ক্রীড়াবিদ হিসেবে। বিবিসির চোখে হয়েছিলেন শতাব্দীর সেরা ক্রীড়া ব্যক্তিত্ব।