Studypress News
কোপা আমেরিকা: বিশ্বের সবচেয়ে প্রাচীন বৈশ্বিক ফুটবল টুর্নামেন্ট
03 Jun 2016
শনিবার পর্দা উঠছে বিশ্বের সবচেয়ে প্রাচীন বৈশ্বিক ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকার। দক্ষিণ আমেরিকা মহাদেশের টুর্নামেন্ট হলেও এবার এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে উত্তর আমেরিকাও। খেলবে দুই মহাদেশের ১৬ দল, ভেন্যু যুক্তরাষ্ট্র। আসরের হিসাবে এবারের আসর শতবর্ষী কোপার ৪৫তম।১৯১৬ সালে আর্জেন্টিয়ার বসেছিল কোপা আমেরিকার প্রথম আসর। ১৫ বারই শিরোপা জিতেছে উরুগুয়ে, ১৪ বার আর্জেন্টিনা; পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জিতেছে আটবার।
গ্রুপ এ: যুক্তরাষ্ট্র,কলম্বিয়া, কোস্টারিকা, প্যারাগুয়ে
গ্রুপ বি: ব্রাজিল, ইকুয়েডর, হাইতি, পেরু
গ্রুপ সি: উরুগুয়ে, মেক্সিকো, জ্যামাইকা, ভেনেজুয়েলা
গ্রুপ ডি: আর্জেন্টিনা, চিলি, পানামা, বলিভিয়া
ব্রাজিলের ম্যাচ:
৫ জুন প্রতিপক্ষ ইকুয়েডর, সকাল ৮টা
৯ জুন প্রতিপক্ষ হাইতি, ভোর সাড়ে ৫টা
১৩ জুন প্রতিপক্ষ পেরু, সকাল সাড়ে ৬টা
আর্জেন্টিনার ম্যাচ:
১) ৭ জুন প্রতিপক্ষ চিলি, সকাল ৮টা
২) ১১ জুন প্রতিপক্ষ পানামা, সকাল সাড়ে ৭টা
৩) ১৫ জুন প্রতিপক্ষ বলিভিয়া, সকাল ৮টা
এক নজরে কোপা আমেরিকা:
১) কোপা আমেরিকা শুরু হয় ১৯১৬ সালে। প্রথম আসরের আয়োজক ছিল আর্জেন্টিনা। প্রথম আসরের শিরোপা জেতে উরুগুয়ে।
২) বর্তমান চ্যাম্পিয়ন চিলি।
৩) সবচেয়ে সফল দল উরুগুয়ে (১৫টি শিরোপা)।
৪) সবচেয়ে বেশি জয় আর্জেন্টিনার। (১১১ জয়)।
৫) সবচেয়ে বেশি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন লিওনেল মেসি (৬ বার)।