Studypress News
জাতীয় বাজেট ২০১৬-১৭: প্রথমবারের মতো মেগা প্রকল্প নিয়ে পৃথক বাজেট
03 Jun 2016
মেগা প্রকল্পের জন্য ২০১৬-১৭ অর্থবছরে আলাদা বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এতে অন্তর্ভুক্ত থাকছে অবকাঠামো খাতের বড় ১০ প্রকল্প। এবারই প্রথম মেগা প্রকল্প নিয়ে পৃথক বাজেট দেওয়া হলো।
# ২০১৬-১৭ অর্থবছরে এ দশটি প্রকল্পে প্রায় ১৯ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
# ১০টি মেগা প্রকল্পের মধ্যে আটটিতে ১৮ হাজার ৭০০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রকল্পগুলো হলো: পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, মেট্রোরেল, মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র, পায়রা সমুদ্রবন্দর,,পদ্মা সেতু রেল সংযোগ ও চট্টগ্রামের দোহাজারী থেকে গুনদুম পর্যন্ত ১২৮ কিলোমিটার রেলপথ নির্মাণ প্রকল্প।
# পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে ছয় হাজার ২৬ কোটি ৪৮ লাখ টাকা।
# মেট্রোরেল প্রকল্পে বরাদ্দ দুই হাজার ২২৭ কোটি টাকা।
# রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রকল্পে বরাদ্দ দুই হাজার ৪০০ কোটি টাকা।
# রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ৪৬৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
# পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প বাস্তবায়নে ছয় হাজার ২৬ কোটি ৪৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
# দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমারের কাছে গুনদুম পর্যন্ত প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে ৬৩১ কোটি ৭৫ লাখ টাকা।
# মাতারবাড়ী আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রকল্পে দুই হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
# পায়রা গভীর সমুদ্রবন্দর নির্মাণের লক্ষ্যে বরাদ্দ ২০০ কোটি টাকা।