Studypress News
জাতীয় বাজেট ২০১৬-১৭: শিক্ষা ও প্রযুক্তিতে সর্বোচ্চ বরাদ্দ
03 Jun 2016
২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সর্বোচ্চ বরাদ্দ শিক্ষা ও প্রযুক্তি খাতে। ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে মোট বাজেটের ১৫ দশমিক ৫৩ শতাংশ বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। এই খাতে ব্যয় বরাদ্দ রাখা হয়েছে ৫২ হাজার ৯১৪ কোটি টাকা, যা চলতি বছরের জন্য ছিল ৩৪ হাজার ৩৭০ কোটি টাকা।
# শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দের ৫২ হাজার ৯১৪ কোটি টাকার মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের জন্য ২৬ হাজার ৮৪৮কোটি, প্রাথমিক ও গণশিক্ষায় ২২ হাজার ১৬২কোটি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জন্য ২ হাজার ৬৯ কোটি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিভাগের জন্য একহাজার ৮৩৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
# দ্বিতীয় সর্বোচ্চ হিসেবে জনপ্রশাসনে ১৩ দশমিক ৯ শতাংশ বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।
# এর পর যথাক্রমে সরকারের নেওয়া ঋণের সুদবাবদ ১১ দশমিক ৭ শতাংশ এবং পরিবহন ও যোগাযোগ খাতে ১১ শতাংশ বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে।