Studypress News

একুশে পদক-২০১৫: ১৫ জন মনোনীত

08 Feb 2015

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশের ১৫ জন বিশিষ্ট নাগরিককে ২০১৫ সালের একুশে পদক দেওয়ার জন্য মনোনীত করেছে সরকার।
 একুশে পদক -২০১৫

১। ভাষা আন্দোলন- পিয়ার সরদার (মরনোত্তর);

২। মুক্তিযুদ্ধ – অধ্যাপক মোঃ মজিবুর রহমান দেবদাস;

৩। ভাষা ও সাহিত্য- অধ্যাপক দ্বিজেন শর্মা, মুহম্মদ নূরুল হুদা;

৪। সাংবাদিকতা – কামাল লোহানী;

৫। গণমাধ্যম- ফরিদুর রেজা সাগর;

৬। শিল্পকলা- আব্দুর রহমান বয়াতি (মরনোত্তর), এস.এ.আবুল হায়াত, এটি.এম.শামসুজ্জামান

৭। শিক্ষা- অধ্যাপক ডাঃ এম.এ.মান্নান , সনৎ কুমার সাহা;

৮। গবেষণা- আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া;

৯। সমাজসেবা- অধ্যাপক অরূপ রতন চৌধুরী; ঝর্ণা ধারা চৌধুরী, শ্রীমৎ সত্যপ্রিয় মহাথের।
বাংলাদেশের ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে সরকার প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক দিয়ে থাকে। ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেওয়া হচ্ছে।