Studypress News

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভাগ করে দুটি বিভাগ

01 Jun 2016

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভাগ করে দুটি বিভাগ করা হয়েছে। বিভাগ  দুটি  হচ্ছে: জননিরাপত্তা বিভাগ এবং সুরক্ষা সেবা বিভাগ। এই দুটি বিভাগে মোট ৪৯৩টি পদে কর্মকর্তা-কর্মচারীরা কাজ করবেন। কাজের চাপ কমাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক দিন ধরেই এ দুটি বিভাগ ভাগ করার কথা চলছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ–সংক্রান্ত চিঠি পাঠিয়ে আজ ১লা জুন ২০১৬ বিষয়টি নিশ্চিত করল। বিভাগ দুটি গঠিত হলে দুই বিভাগে দুজন আলাদা সচিব দায়িত্ব পালন করবেন।

আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ দুটি বিভাগ ভাগসংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

এর মধ্যে জননিরাপত্তা বিভাগের অধীনে রাজনৈতিক ও আইসিটি, পুলিশ, আনসার ও সীমান্ত, আইন ও শৃঙ্খলা, প্রশাসন ও অর্থ এবং উন্নয়ন বিভাগ রয়েছে। 

সুরক্ষা সেবা বিভাগের অধীনে নিরাপত্তা ও এনটিএমসি (ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার), অগ্নি ও মাদকদ্রব্য, আইন ও শৃঙ্খলা, বহিরাগমন, কারা ও সমন্বয়, প্রশাসন ও অর্থ এবং উন্নয়ন বিভাগ থাকবে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, বিভাগ ভাগ করার পাশাপাশি এটা অর্থ বিভাগের সম্মতি গ্রহণসহ বিধিগত সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটি এবং প্রধানমন্ত্রীর অনুমোদন নিতে হবে।

 

পরীক্ষায় আসার মতন ঘটনাবলী নিয়েই studypress এর current news. 

নিয়মিত অনুসরণ করুন এবং BCS, Bank Recruitment, NTRCA, Govt Job  পরীক্ষার জন্য প্রস্তুতি নিন।  

Current World এর উপর নিয়মিত কুইজ দিতে পারবেন studypress এ রেজিস্ট্রেশন করে। 

এর Android App টি ডাউনলোড করতে পারবেন এই লিংক থেকে।