Studypress News

কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: ১‌ মে-৩১ মে, ২০১৬

01 Jun 2016

১। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস কবে?

ক) ১৫ মে খ) ১৬ মে গ) ১৭ মে ঘ) ১৪ মে

২। ইন্টারনেট সুবিধাবঞ্চিত জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?

ক) ১ম খ) ৫ম গ) ৩য় ঘ) ৪র্থ

৩। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে?

ক) ১৫ মে খ) ১৭ মে গ) ১৩মে ঘ) ১২ মে

৪। ২০১৬ সালের ম্যান বুকার পুরস্কার জিতেছেন কে?

ক) হান কাঙ খ) ডেবোরা স্মিথ গ)ল্যাসলু ক্রাসনাহোরাকাই ঘ) ঝুম্পা লাহিড়ি

৫। বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির দাদাব কোন দেশে অবস্থিত?

ক) কেনিয়া খ) নাইজেরিয়া গ) সোমালিয়া ঘ) জার্মানি

৬। বিশ্বের সবচেয়ে বেশি বয়সী মানুষ সুসান্নাহ মুশাত জোনস কত বছর বয়সে মারা গেছেন?

ক) ১১৩ খ) ১১৪ গ) ১১৫ ঘ) ১১৬

৭। ফিফার প্রথম নারী মহাসচিবের নাম কি?

ক) ফাতমা সামৌরা খ) দিলমা রুসেফ গ) অ্যাঞ্জেলা মার্কেল

৮। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিম্বের সবচেয়ে দূষিত শহর কোনটি?

ক) জাবল খ) ঢাকা গ) দিল্লি ঘ) রিয়াদ

৯। জাবল কোন দেশের শহর?

ক) সৌদি আরব খ) ইরান গ) ইরাক ঘ) মিশর

১০। সম্প্রতি বাংলাদেশ সরকার কোনটিকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে?

ক) ঘূর্ণিঝড় খ) ভূমিকম্প গ) বজ্রপাত ঘ) সুনামি

 

উ: ১। গ ২। খ ৩। খ ৪। ক ৫। ক ৬। ঘ ৭। ক ৮। ক ৯। খ ১০। গ

 

১১. আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস কবে?

ক) ২৭ মে খ) ২৮ মে গ) ২৯ মে ঘ) ৩০ মে

১২. কত সাল থেকে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আংশ নিচ্ছে?

ক) ১৯৭৮ খ) ১৯৮৮ গ) ১৯৭৭ ঘ) ১৯৮৭

১৩. জাতিসংঘের প্রথম মানবিক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

ক) তুরস্কে খ) সুইজারল্যান্ডে গ) জাপানে ঘ) সুইডেনে

১৪. দীর্ঘতম পাতাল রেলপথ কোথায়?

ক) জাপান খ) সুইজারল্যান্ড গ) সুইডেন ঘ) জার্মানি

১৫. সম্প্রতি হজ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে কোন দেশ?

ক) ইরাক খ) ইরান গ) আফগানিস্তান ঘ) সংযুক্ত আরব আমিরাত

১৬. জি-৭ এর ৪২তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

ক) যুক্তরাজ্য খ) যুক্তরাষ্ট্র গ) জাপান ঘ) রাশিয়া

১৭. লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন কোন দল?

ক) বার্সেলোনা খ) অ্যাতলেতিকো মাদ্রিদ গ) রিয়াল মাদ্রিদ ঘ) সেভিয়া

১৮. ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন কোন দল?

ক) রিয়াল মাদ্রিদ খ) অ্যাতলেতিকো মাদ্রিদ গ) বার্সেলোনা ঘ) বায়ার্ন মিউনিখ

১৯. আইপিএলের বর্তমান চ্যাম্পিয় কোন দল?

ক) কলকাতা খ) ব্যাঙ্গা্লোর গ) হায়দরাবাদ ঘ) পুনে

২০. আইপিএলের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন কে?

ক) লোকেশ রাহুল খ) মুস্তাফিজুর রহমান গ) হার্ডিক পান্ডে ঘ) কোনটি না    

 

উ:১১। গ ১২। খ ১৩। ক ১৪। খ ১৫। খ ১৬। গ ১৭। ক ১৮। ক ১৯। গ ২০। খ

 

২১। সবশেষ হিসেবে দেশের দারিদ্র হার কত?

ক) ২৩ দশমিক ৮ শতাংশ খ) ২৪ দশমিক ৮ শতাংশ গ) ২৫ দশমিক ৮ শতাংশ ঘ) ২৬ দশমিক ৮ শতাংশ

২২। জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৪ এর সেরা চলচ্চিত্র কোনটি?

ক) গাড়িওয়ালা খ) নেকাব্বরের মহাপ্রয়াণ গ) এক কাপ চা ঘ) তাঁরকাটা

২৩। মেঘমল্লার চলচ্চিত্রের পরিচালক কে?

ক) জাহিদুর রহমান অঞ্জন খ) গাজী রাকায়েত গ) ফরিদুর রেজা সাগর ঘ) হুমায়ূন আহমেদ

২৪। মেঘমল্লার চলচ্চিত্রের জন্য সেরা কাহিনীকারের পুরস্কার জিতেছেন কে?

ক) সৈয়দ শামসুল হক খ) আখতারুজ্জামান ইলিয়াস গ) ইমদাদুল হক মিলন ঘ) গাজী রাকায়েত

২৫। রেইনকোট গল্পটির লেখক-

ক) হুমায়ূন আহমেদ খ) আনিসুল হক গ) রবীন্দ্রনাথ ঠাকুর ঘ) আখতারুজ্জামান ইলিয়াস

২৬। রেইনকোট গল্পটি-

ক) মুক্তিযুদ্ধভিত্তিক  খ) সামাজিক গ) ঐতিহাসিক ঘ) কোনটি না

২৭। আইসিসির নতুন চেয়ারম্যান কে?

ক) জহির আব্বাস খ) শশাঙ্ক মনোহর গ) নাজমুল হাসান ঘ) অ্যালান আইজ্যাক

২৮।  সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্টকে অভিশংসিত ও বরখাস্ত করার পক্ষে ঐ দেশটির আইনসভা রায় দিয়েছে?

ক) আর্জেন্টিনা খ) ব্রাজিল গ) চিলি ঘ) উরুগুয়ে

২৯। ফিফার সদস্যসংখ্যা বর্তমানে কতটি?

ক) ২০৮ খ) ২০৯ গ) ২১০ ঘ) ২১১

৩০। আন্তর্জাতিক পরিবার দিবস কবে?

ক) ১২ মে খ) ১৩ মে গ) ১৪মে ঘ) ১৫ মে

 

উ: ২১। খ ২২। খ ২৩। ক ২৪। খ ২৫। ঘ ২৬। ক ২৭। খ ২৮। খ ২৯। ঘ ৩০। ঘ

 

৩১। প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড.ওয়াজেদমিয়া কবে জন্মগ্রহণ কবেন?

ক। ১৯৪১ সালের ১৬ ফেব্রুয়ারি খ। ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি গ। ১৯৪৩ সালের ১৬ ফেব্রুয়ারি ঘ। ১৯৪০ সালের ১৬ ফেব্রুয়ারি

৩২। ড.ওয়াজেদ মিয়া কবে মৃত্যুবরণ করেন?

ক। ২০০৭ সালের ৯মে খ। ২০০৮ সালের ৯মে গ। ২০০৯ সালের ৯মে ঘ। ২০১০ সালের ৯মে

৩৩। বর্তমানে বাংলাদেশে কয়টি সরকারি ও স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয় রয়েছে?

ক। ৩৭ খ। ৩৮ গ। ৩৯ ঘ। ৪০

৩৪। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কোথায় হচ্ছে?

ক। শাহজাদপুরে খ। শিলাইদল গ। পতিসর ঘ। কোনটি নয়

৩৫। বাংলাদেশের মোট উপজেলা কয়টি?

ক। ৪৮৯ খ। ৪৯০ গ। ৪৮৮ ঘ। ৪৮৭

৩৬। বাংলাদেশের সর্বশেষ উপজেলা কোনটি?

ক। কর্ণফুলী খ। উসমানীনগর গ। গুইমারা ঘ। কোনটি নয়

৩৭। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয়?

ক। ৫মে খ। ৬মে গ। ৭মে ঘ। ৮মে

৩৮। অ্যানিমিয়া কি?

ক। রক্তে অক্সিজেন স্বল্পতা খ। রক্তে লবণ স্বল্পতা গ। রক্তের প্লাটিলেট কমে যাওয়া ঘ। কোনটি না

৩৯। লন্ডনের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন কে?

ক। সাদিক খান খ। মোহাম্মদ আসিফ গ। সেলিম খান ঘ। সাবিকা খান

৪০। কোন দেশ মার্কিন ডলারের মূল্যমানের বন্ড নোট চালু করছে?

ক। গ্রিস খ। ইরাক গ। জিম্বাবুয়ে ঘ। ব্রাজিল

 

উ: ৩১। খ ৩২। গ ৩৩। খ ৩৪। ক ৩৫। খ (কর্ণফুলীসহ) ৩৬। ক ৩৭। ঘ ৩৮। ক ৩৯। ক ৪০। গ

 

৪১) মহাকর্ষ তরঙ্গ শনাক্তের জন্য পদার্থবিজ্ঞানের বিশেষ পুরস্কার ব্রেকথ্রু পুরস্কার পেয়েছেন বাংলাদেশের কোন দুই বিজ্ঞানী?

ক) সেলিম শাহরিয়ার ও সোমক চৌধুরী খ) সোমক চৌধুরী ও সঞ্জিত মিত্র গ) সঞ্জিত মিত্র ও দীপঙ্কর তালুকদার ঘ) সেলিম শাহরিয়ার ও দীপঙ্কর তালুকদার

৪২) সম্প্রতি বাংলাদেশ ও কুয়েতের মধ্যে কয়টি চুক্তি স্বাক্ষর হয়?

ক) তিন খ) চার গ) পাঁচ ঘ) ছয়

৪৩) আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে কোন দল?

ক) ভারত খ) অস্ট্রেলিয়া গ) নিউজিল্যান্ড ঘ) দক্ষিণ আফ্রিকা

৪৪) আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কত?

ক) ৭ম খ) ৮ম গ) ৯ম ঘ) ১০ম

৪৫) ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কত তম?

ক) ১৭৫তম খ) ১৭৬তম গ) ১৭৭তম ঘ) ১৭৮তম

৪৬) সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কোনটির মাথাপিছু আয় সবচেয়ে বেশি?

ক) শ্রীলঙ্কা খ) মালদ্বীপ গ) ভারত ঘ) ভুটান

৪৭) মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৪ ফুটবলে চ্যাম্পিয়ন কোন দেশ?

ক) বাংলাদেশ খ) নেপাল গ) ভারত ঘ) শ্রীলঙ্কা

৪৮) বিশ্ব ব্যাংকের মতে ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি কত হবে?

ক) ৫.৮ শতাংশ খ) ৬.৮ শতাংশ গ) ৫.৯ শতাংশ ঘ) ৬.৯ শতাংশ

৪৯) ২০১৫-১৬ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা জিতেছে কোন ক্লাব?

ক) ম্যানচেস্টার ইউনাইটেড খ) টটেনহ্যাম হটস্পার গ) লেস্টার সিটি ঘ) ম্যানচেস্টার সিটি

৫০) পৃথিবীর সবচেয়ে নিচু দেশ কোনটি?

ক) মালদ্বীপ খ) মিয়ানমার গ) বলিভিয়া ঘ) ভ্যাটিকান সিটি

উত্তর: ৪১। ঘ ৪২। খ ৪৩। খ ৪৪। ক ৪৫। ঘ ৪৬। খ ৪৭। ক ৪৮। খ ৪৯। গ ৫০। ক