Studypress News
কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: ৩০ মে, ২০১৬
30 May 2016

১. আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস কবে?
ক) ২৭ মে খ) ২৮ মে গ) ২৯ মে ঘ) ৩০ মে
২. কত সাল থেকে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আংশ নিচ্ছে?
ক) ১৯৭৮ খ) ১৯৮৮ গ) ১৯৭৭ ঘ) ১৯৮৭
৩. জাতিসংঘের প্রথম মানবিক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক) তুরস্কে খ) সুইজারল্যান্ডে গ) জাপানে ঘ) সুইডেনে
৪. দীর্ঘতম পাতাল রেলপথ কোথায়?
ক) জাপান খ) সুইজারল্যান্ড গ) সুইডেন ঘ) জার্মানি
৫. সম্প্রতি হজ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে কোন দেশ?
ক) ইরাক খ) ইরান গ) আফগানিস্তান ঘ) সংযুক্ত আরব আমিরাত
৬. জি-৭ এর ৪২তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক) যুক্তরাজ্য খ) যুক্তরাষ্ট্র গ) জাপান ঘ) রাশিয়া
৭. লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন কোন দল?
ক) বার্সেলোনা খ) অ্যাতলেতিকো মাদ্রিদ গ) রিয়াল মাদ্রিদ ঘ) সেভিয়া
৮. ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন কোন দল?
ক) রিয়াল মাদ্রিদ খ) অ্যাতলেতিকো মাদ্রিদ গ) বার্সেলোনা ঘ) বায়ার্ন মিউনিখ
৯. আইপিএলের বর্তমান চ্যাম্পিয় কোন দল?
ক) কলকাতা খ) ব্যাঙ্গা্লোর গ) হায়দরাবাদ ঘ) পুনে
১০. আইপিএলের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন কে?
ক) লোকেশ রাহুল খ) মুস্তাফিজুর রহমান গ) হার্ডিক পান্ডে ঘ) কোনটি না
উ:
১। গ ২। খ ৩। ক ৪। খ ৫। খ ৬। গ ৭। ক ৮। ক ৯। গ ১০। খ
Important News

Highlight of the week
