Studypress News
হজ বর্জনের সিদ্ধান্ত ইরানের
30 May 2016

গত বছর হজের সময় মিনায় পদদলিত হয়ে সাত শতাধিক (সৌদি সরকারের দাবী) হজযাত্রীর মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে এ বছর হজ বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। নিহতদের অধিকাংশই ইরানি। ইরানের দাবি নিহতদের সংখ্যা অন্তত দুই হাজার হবে, যা সৌদি সরকার গোপন করছে। বার্ষিক ধর্মীয় অনুষ্ঠান হজ পালনে প্রতিবছরই সারা বিশ্ব থেকে ২৫ লাখ মুসলিম সমবেত হন পবিত্র মক্কা নগরীতে। এদিকে গত বছর হজে পদদলনের ঘটনা আট মাস পার হয়ে গেলেও তদন্ত প্রতিবেদন এখনও প্রকাশ করেনি আরব সরকার।
Important News

Highlight of the week
